ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ফতুল্লায় মাশরাফির ঝড়ো সেঞ্চুরি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪২ ঘণ্টা, মে ১৪, ২০১৬
ফতুল্লায় মাশরাফির ঝড়ো সেঞ্চুরি মাশরাফি-ছবি:সংগৃহীত

ঢাকা: চলমান ঢাকা প্রিমিয়ার লিগে ঝড়ো সেঞ্চুরি করেছেন মাশরাফি বিন মর্তুজা। কলাবাগান ক্রীড়া চক্রের হয়ে শেখ জামালের বিপক্ষে ৫১ বলে ১০৪ রানের টর্নেডো ইনিংস খেলেন জাতীয় দলের অধিনায়ক।

লিস্ট ‘এ’ ক্যারিয়ারে এবারই প্রথম সেঞ্চুরি করলেন ম্যাশ। সেটিও আবার রেকর্ড গড়ে।

 

ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে টসে হেরে ব্যাটিংয়ে নামা কলাবাগান নির্ধারিত ৫০ ওভার শেষে সাত উইকেট হারিয়ে ৩১৬ রান তোলে। যেখানে ১১টি ছক্কা ও দুটি চারের সাহায্যে নিজের সেঞ্চুরি পূরণ করেন ম্যাশ।

 

মাশরাফি তার ব্যক্তিগত প্রথম ৫০ রান করতে খেলেছেন ৩৫ বল। আর পরের ১৫ বলে আরও ৫০ রান তুলে নিয়ে নিজের প্রথম লিস্ট ‘এ’ সেঞ্চুরিতে পৌঁছে যান টাইগার দলপতি। ফিফটির পর মুক্তার আলীর করা ৪৬তম ওভারে মেরেছিলেন ৩টি ছক্কা। ম্যাচের ৪৮তম ওভারে ওয়াহিদুল আলমের ছয়টি বলের চারটিতে ছক্কা হাঁকান কলাবাগান অধিনায়ক।

পরে সাইফুল ইসলামের বলে আউট হন মাশরাফি। দলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ৬৪ রান করেন ওপেনার জসিমউদ্দিন। আর ৪৫ রান আসে জিম্বাবুইয়ান হ্যামিল্টন মাসাকাদজার ব্যাট থেকে।

শেখ জামালের বোলারদের মধ্যে সর্বোচ্চ দুটি করে উইকেট পান সোহাগ গাজী ও অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। একটি করে উইকেট লাভ করেন সাইফুল ইসলাম ও নাজমুস সাদাত।

লিস্ট ‘এ’ ক্রিকেটে এর আগে মাশরাফির সাতটি হাফ সেঞ্চুরি ছিল। বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে ম্যাশের শতকটি দ্রুততম। এর আগে বাংলাদেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তি ব্রায়ান লারা ৪৫ বলে ও জিম্বাবুয়ের ব্রেন্ডন টেলর ৪৬ বলে শতক হাঁকিয়েছিলেন। ২০০৯ সালে জিম্বাবুয়ের বিপক্ষে বুলাওয়াওয়েতে ৬৩ বলে শতক হাঁকান বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

লিস্ট ‘এ’ ক্রিকেটে ম্যাশের হাঁকানো ১১টি ছক্কাও রেকর্ড। এর আগে এক ইনিংসে এনামুল হক ১০টি ছক্কা হাঁকিয়েছিলেন।

বাংলাদেশ সময়: ১২৪০ ঘণ্টা, ১৪ মে, ২০১৬
এমএমএস/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।