ঢাকা: ব্যাট হাতে দুর্দান্ত শতক। শুধু শতকই না রেকর্ড গড়ে টাইগার ক্রিকেটারদের মধ্যে দ্রুততম শতক।
শনিবার (১৪ মে) ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে মাশরাফির কলাবাগান ক্রীড়া চক্র ২১ রানে হারিয়েছে মাহমুদুল্লাহ রিয়াদের শেখ জামাল ধানমন্ডিকে।
৫০ বল মোকাবেলা করে তিন অঙ্কের ম্যাজিক ফিগারে পৌঁছান মাশরাফি। ছয় নম্বরে ব্যাট হাতে নেমে ৫১ বলে ১০৪ রানের টর্নেডো ইনিংস খেলেন জাতীয় দলের অধিনায়ক। লিস্ট ‘এ’ ক্যারিয়ারে এবারই প্রথম সেঞ্চুরি করলেন ম্যাশ।
যেখানে ছিল ১১টি ছক্কা ও দুটি চারের মার। ম্যাচ শেষে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কারও উঠে তার হাতে।
ব্যাট হাতে ঝড় তোলার অনুভূতি জানাতে গিয়ে ম্যাচ শেষে ম্যাশ জানান, ‘সেঞ্চুরি করে অবশ্যই ভালো লাগছে। তবে, দল জিতেছে তাতে আরও বেশি ভালো লাগছে। আমরা আরেকটু ভালো খেললে হয়তো আরও দুইটা ম্যাচ জিততে পারতাম। তাতে দল ভালো অবস্থানে থাকতো। ’
মাশরাফি তার ব্যক্তিগত প্রথম ৫০ রান করতে খেলেছেন ৩৫ বল। আর পরের ১৫ বলে আরও ৫০ রান তুলে নিয়ে নিজের প্রথম লিস্ট ‘এ’ সেঞ্চুরিতে পৌঁছে যান টাইগার দলপতি। ফিফটির পর মুক্তার আলীর করা ৪৬তম ওভারে মেরেছিলেন ৩টি ছক্কা। ম্যাচের ৪৮তম ওভারে ওয়াহিদুল আলমের ছয়টি বলের চারটিতে ছক্কা হাঁকান কলাবাগান অধিনায়ক। পরে সাইফুল ইসলামের বলে আউট হন মাশরাফি।
অর্ধশতকের পর কি ভেবেছিলেন এত দ্রুত শতক হাঁকাতে পারবেন-সংবাদ কর্মীদের এমন প্রশ্নের জবাবে মাশরাফি জানান, ‘না, তেমনটা ভাবিনি। দলের রানরেট বাড়াতে আমি আজ ব্যাট হাতে কিছুটা আগেই নেমেছি। ’
ছয় ম্যাচের দুটিতে জয় আর চারটিতে পরাজয় নিয়ে মাশরাফির দল পয়েন্ট টেবিলের নিচের দিকেই অবস্থান করছে। সংবাদ কর্মীদের প্রশ্ন ছিল, দুই ম্যাচ জিতে চ্যালেঞ্জ আরও বেড়ে গেলো কি না? ম্যাশের মতে এখনও সব কিছু শেষ হয়ে যায়নি। তিনি যোগ করেন, ‘চ্যালেঞ্জ শুরু থেকেই ছিল। কিন্তু, আমরা চ্যালেঞ্জ নিতে পারিনি। আজকের ম্যাচ জেতায় ভালো হয়েছে। একটা মোমেন্টাম তৈরি হলো। সামনে আমাদের আরও ৫টা ম্যাচ আছে। দেখা যাক কি হয়। ’
লিস্ট ‘এ’ ক্রিকেটে এর আগে মাশরাফির সাতটি হাফ সেঞ্চুরি ছিল। বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে ম্যাশের শতকটি দ্রুততম। এর আগে বাংলাদেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তি ব্রায়ান লারা ৪৫ বলে ও জিম্বাবুয়ের ব্রেন্ডন টেলর ৪৬ বলে শতক হাঁকিয়েছিলেন। ২০০৯ সালে জিম্বাবুয়ের বিপক্ষে বুলাওয়াওয়েতে ৬৩ বলে শতক হাঁকান বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।
লিস্ট ‘এ’ ক্রিকেটে ম্যাশের হাঁকানো ১১টি ছক্কাও রেকর্ড। এর আগে এক ইনিংসে এনামুল হক ১০টি ছক্কা হাঁকিয়েছিলেন।
বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, ১৪ মে ২০১৬
এমআর/এসকে