ঢাকা: প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের ষষ্ঠ রাউন্ডের খেলা শেষ হয়েছে শনিবার (১৪ মে)। সোমবার (১৬ মে) মাঠে গড়াচ্ছে সপ্তম রাউন্ড।
মোহামেডানের রিক্রুট লঙ্কান বাঁহাতি ব্যাটসম্যান উপল থারাঙ্গা ৬ ম্যাচ খেলে চার অর্ধশতকে করেছেন ৩৭৬ রান। দ্বিতীয় স্থানে ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের টপঅর্ডার ব্যাটসম্যান আল আমিন। চার অর্ধশতক আর এক শতকে এ ডানহাতি ব্যাটসম্যন ৬ ম্যাচে করেছেন ৩৭২ রান। তৃতীয় স্থানে গাজী গ্রুপ ক্রিকেটার্সের ওপেনার এনামুল হক বিজয়। দুই অর্ধশতক ও এক শতকে তার সংগ্রহ ৩৩১ রান।
থারাঙ্গার স্বদেশি বাঁহাতি স্পিনার চাতুরাঙ্গে ডি সিলভা ১৫ উইকেট নিয়ে লিগের সর্বোচ্চ উইকেট শিকারি। ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের এ স্পিনারের সেরা বোলিং ফিগার ৬/৩৫। দ্বিতীয় স্থানে মোহামেডানের নাঈম ইসলাম (জুনিয়র)। ৬ ম্যাচে ১৩ উইকেট নিয়েছেন এ বাঁহাতি স্পিনার।
সমান ম্যাচে ১২টি করে উইকেট নিয়ে তৃতীয় স্থানে ৬ বোলার। তারা হলেন- মোহামেডানের অফস্পিনার হাবিবুর রহমান, গাজী গ্রুপের দলপতি অলক কাপালি, আবাহনীর জুবায়ের হোসেন লিখন, লিজেন্ডস অব রুপগঞ্জের আবু হায়দার রনি, মোহামেডানের এনামুল হক (জুনিয়র) ও কলাবাগান ক্রীড়া চক্রের মাশরাফি বিন মর্তুজা।
লিগের সর্বোচ্চ শতক (২টি) এসেছে প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাবের ইমতিয়াজ হোসেনের ব্যাট থেকে। এছাড়া চারটি করে অর্ধশতক করেছেন তিন ব্যাটসম্যান। তারা হলেন-আল আমিন, শামসুর রহমান ও উপল থারাঙ্গা।
বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, ১৫ মে ২০১৬
এসকে/এমআর