ঢাকা: চলমান আইপিএলের ৫৪তম ম্যাচে সহজ জয় নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে সুরেশ রায়নার গুজরাট লায়ন্স। রোহিত শর্মার মুম্বাইকে ৬ উইকেটে হারিয়ে ১৪ ম্যাচ খেলা গুজরাট ৯ জয় নিয়ে সর্বোচ্চ ১৮ পয়েন্ট অর্জন করে।
এক ম্যাচ কম খেলা মুস্তাফিজের হায়দ্রাবাদ ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের দুই নম্বরে অবস্থান করছে। হায়দ্রাবাদের সমান ১৩ ম্যাচ খেলা বিরাট কোহলির বেঙ্গালুরু ১৪ পয়েন্ট নিয়ে তিন নম্বরে আর সাকিব আল হাসানের কলকাতা ১৪ পয়েন্ট নিয়ে চার নম্বরে অবস্থান করছে।
আগে ব্যাট করা মুম্বাই ৮ উইকেট হারিয়ে ১৭২ রান সংগ্রহ করে। জবাবে ব্যাটিংয়ে নেমে ৪ উইকেট হারিয়ে আর ১৩ বল হাতে রেখে ১৭৩ রান তোলে গুজরাট। এ ম্যাচে হারের ফলে মুম্বাই ১৪ ম্যাচ শেষে ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের ছয় নম্বরে নেমে গেছে। সাত নম্বরে থাকা ধোনির পুনে (১০ পয়েন্ট) আর আট নম্বরে থাকা পাঞ্জাবের (৮ পয়েন্ট) মতো মুম্বাইয়েরও এই আসরে প্লে-অফে উঠা হচ্ছে না।
মুম্বাইয়ের হয়ে ইনিংস সর্বোচ্চ ৭০ রান করতে ৩৬ বল মোকাবেলা করেন নিতিশ রানা। রোহিত শর্মা ১৭ বলে ৩০ রান করে বিদায় নেন। মার্টিন গাপটিল করেন মাত্র ৭ রান। জোস বাটলারের ব্যাট থেকে আসে ৩৩ রান। ক্রুনাল পান্ডে ৪, কাইরন পোলার্ড ৯, হারদিক পান্ডে ৭ আর হরভজন সিং ৩ রান করে বিদায় নেন।
গুজরাটের হয়ে দুটি করে উইকেট পান প্রভীন কুমার, কুলকার্নি, ডোয়াইন স্মিথ আর ডোয়াইন ব্রাভো।
১৭৩ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে গুজরাট ওপেনার অ্যারন ফিঞ্চ রানের খাতা খোলার আগেই বিদায় নেন। ব্রেন্ডন ম্যাককালাম ২৭ বলে করেন ৪৪ রান। দলপতি রায়না ৩৬ বলে ৫৮ রান করেন। স্মিথ ২৩ বল খেলে ৩৭ এবং জাদেজা ১৫ বল মোকাবেলা করে ২১ রান করে অপরাজিত থাকেন।
১৭.৫ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৭৩ রান তুলে জয় নিশ্চিত করে গুজরাট। ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন সুরেশ রায়না।
বাংলাদেশ সময়: ০০৩০ ঘণ্টা, ২২ মে ২০১৬
এমআর