ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ডিআইইউ ক্রিকেটে ইনডিপেন্ডেন্ট ও আইইউবিএটির জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩২ ঘণ্টা, মে ২২, ২০১৬
ডিআইইউ ক্রিকেটে ইনডিপেন্ডেন্ট ও আইইউবিএটির জয়

ঢাকা: বেসরকারি বিশ্ববিদ্যালয় সমূহের শিক্ষার্থীদের মধ্যে ক্রীড়া মনোভাব ও ক্রীড়া চর্চা উন্নয়ন এবং পারস্পরিক মিথস্ক্রিয়তা সম্প্রসারণের লক্ষ্যে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আয়োজনে শুরু হয়েছে ‘ডিআইইউ আন্তঃবিশ্ববিদ্যালয় টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট-২০১৬’।

 

রোববার (২২ মে) জমজমাট টুর্নামেন্টটির দুটি ম্যাচ অনুষ্ঠিত হয়।

প্রথম ম্যাচে ইনডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ ৭ রানে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল একাডেমিকে পরাজিত করে। আর দিনের দ্বিতীয় ম্যাচে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ বিজনেস এগ্রিকালচার এন্ড টেকেনোলজি (আইইউবিএটি) ৯ উইকেটে ব্র্যাক ইউনিভার্সিটিকে পরাজিত করে।

প্রথম ম্যাচে ইনডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (আইইউবি) টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় এবং নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২৯ রান সংগ্রহ করে। আইইউবি’র রাহাত সর্বোচ্চ ৪৬ ও সজীব ২৩ রান করেন। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল একাডেমির পাভেল ২৫ রানের বিনিময়ে ৩টি উইকেট লাভ করেন।

জবাবে, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল একাডেমি সবকটি উইকেট হারিয়ে ১২২ রান সংগ্রহ করে। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল একাডেমির প্রিতম ২৯ ও তৌহিদ ২৩ রান করেন। আইইউবি’র আবিদ ১৮ রানের বিনিময়ে ৩টি উইকেট এবং সজীব ২৮ রানের বিনিময়ে ৩টি উইকেট লাভ করেন। আইইউবি’র সজীব ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন।  

দ্বিতীয় ম্যাচে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ বিজনেস এগ্রিকালচার এন্ড টেকেনোলজি (আইইউবিএটি) ৯ উইকেটে ব্র্যাক ইউনিভার্সিটিকে পরাজিত করে। ব্র্যাক ইউনিভার্সিটি টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় এবং নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১০৪ রান সংগ্রহ করে।

ব্র্যাক ইউনিভার্সিটি’র পক্ষে রিপন সর্বোচ্চ ৩২ রান করেন। আইইউবিএটি এর সজল ২৬ রানের বিনিময়ে ২ টি উইকেট লাভ করে। জয়ের জন্য ১০৫ রানের টার্গেট নিয়ে আইইউবিএটি খেলতে নেমে ১০.৪ ওভারে ১ উইকেট হারিয়ে ১০৯ রান সংগ্রহ করে। আইইউবিএটি’র জিয়াদ ৮৯ রান করে অপরাজিত থাকেন।

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, ২২ মে ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।