ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

টাইগারদের বোলিং কোচ হিথ স্ট্রিকের পদত্যাগ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৪ ঘণ্টা, মে ২৬, ২০১৬
টাইগারদের বোলিং কোচ হিথ স্ট্রিকের পদত্যাগ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর (ফাইল ফটো)

ঢাকা: পদত্যাগ করেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের বোলিং কোচ হিথ স্ট্রিক। এ জিম্বাবুইয়ানের পদত্যাগের বিষয়টি জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান।

আকরাম খান জানান, স্ট্রিক তার পদত্যাগ পত্র বোর্ডের কাছে পাঠিয়েছেন। আমরা খুব দ্রুতই জাতীয় দলের বোলিং কোচ খোঁজার কাজ শুরু করব। ভারতীয় কিছু সংবাদমাধ্যম থেকে জানলেও আগে আমরা অফিসিয়ালি এটা জানতে পারিনি। এখন তিনি অফিসিয়ালি এটা জানিয়েছেন।

চলমান আইপিএলে গুজরাট লায়ন্সের বোলিং কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন স্ট্রিক। ভারতে থাকা অবস্থায় বিসিবিকে একটি ই-মেইলের মাধ্যমে তিনি চুক্তির মেয়াদ বাড়াবেন না বলে জানিয়ে দেন।

ভারতীয় সংবাদমাধ্যম গুলো জানায়, দেশটির ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে বোলিং কোচের চাকরির জন্য আবেদন করেছেন স্ট্রিক।

২০১৪ সালে বাংলাদেশের বোলিং কোচের দায়িত্ব নিয়েছিলেন স্ট্রিক। এই মাসেই তার চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। দুই বছরে মোট ৪৫০ দিন কাজ করার চুক্তিতে বাংলাদেশের দায়িত্ব নিয়েছিলেন এই জিম্বাবুইয়ান।

ট্রিকের স্থলাভিষিক্ত কে হবেন তা এখনও জানা যায়নি। তবে, বোর্ডের পছন্দের তালিকায় আছেন শ্রীলঙ্কার সাবেক পেসার চামিন্দা ভাস, পাকিস্তানের আকিব জাভেদ ও ভারতের ভেঙ্কটেশ প্রসাদ। এছাড়া এই তালিকায় আরও আছেন বাংলাদেশেরই সাবেক বোলিং কোচ শ্রীলঙ্কার চম্পকা রামানায়েকে।

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, ২৬ মে ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।