ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

সাকিবকে পাচ্ছে আবাহনী

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩২ ঘণ্টা, মে ২৭, ২০১৬
সাকিবকে পাচ্ছে আবাহনী ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর (ফাইল ফটো)

ঢাকা: আইপিএলের এলিমিনেটর ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের হারে সুবিধাই হয়েছে আবাহনীর। হায়দ্রাবাদের বিপক্ষে ডু অর ডাই ম্যাচে হারের ফলে দেশে ফিরতে হয়েছে কেকেআর অলরাউন্ডার সাকিব আল হাসানকে।

এবার ওয়ানডে ফরম্যাটের ঢাকা প্রিমিয়ার লিগ মাতাতে মাঠে নামবেন সাকিব।

 

নবম রাউন্ডের শুরুতেই এ অলরাউন্ডারকে দলে পাচ্ছে আবাহনী লিমিটেড। শনিবার (২৮ মে) প্রাইম দোলেশ্বরের বিপক্ষে আবাহনীর জার্সি গায়ে বিকেএসপির তিন নম্বর গ্রাউন্ডে নামবেন এ ক্রিকেটার। আবাহনীর কোচ খালেদ মাহমুদ সুজন আগামীকালের ম্যাচে সাকিবের খেলার ব্যাপারটি নিশ্চিত করেছেন।
 
২০০৮ সালে আবাহনীর হয়ে খেলার স্মৃতি আছে সাকিবের। এবার প্লেয়ার্স ড্রাফটে আইকন ক্যাটাগরির ক্রিকেটার হিসেবে সাকিবকে ডেকে নেয়  আবাহনী।

 

পুনে সুপার জায়ান্টস থেকে ভারতের রজত ভাটিয়াকে দলে ভিড়িয়ে ৮ম রাউন্ডে এসে ঘুরে দাঁড়িয়েছে আবাহনী। হারের বৃত্ত ভাঙে রজত ভাটিয়ার পারফরমেন্সে। সাকিবকে পেয়ে এখন সুপার লিগের স্বপ্ন দেখতেও শুরু করেছে আবাহনী।   এ জন্য শেষ তিন ম্যাচে অন্তত দুটি জয় পেতেই হবে আবাহনীকে।

প্রিমিয়ার লিগ শেষ হতেই শুরু হবে সাকিবের সিপিএল মিশন। ১ লাখ ১০ হাজার ডলারে জ্যামাইকা তালওয়ালস সাকিবকে কিনে নিয়েছে। সেখানে  ক্রিস গেইল, কুমার সাঙ্গাকারা, আন্দ্রে রাসেল, লাসিথ মালিঙ্গাকে টিমমেট হিসেবে পাবেন সাকিব।   সিপিএল শুরু হবে ২০ জুন।

বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, ২৭ মে ২০১৬
এসকে/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।