ঢাকা: আগামী ডিসেম্বর-জানুয়ারিতে নিউজিল্যান্ড সফর করবে বাংলাদেশ ক্রিকেট দল। প্রায় এক মাসের সফরে ব্লাকক্যাপসদের বিপক্ষে টাইগাররা তিনটি ওয়ানডে, তিনটি টি-টোয়েন্টি আর দুটি টেস্ট খেলবে।
২০১০ সালে সবশেষ নিউজিল্যান্ড সফরে গিয়েছিল বাংলাদেশ। সে বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত সব ফরমেটের সিরিজ জিতেছিল কিউইরা। ব্লাকক্যাপসরা ১-০ ব্যবধানে টি-টোয়েন্টিতে, ৩-০ ব্যবধানে ওয়ানডেতে আর ১-০ ব্যবধানে টেস্টে টাইগারদের হারিয়েছিল।
গত বছর নিউজিল্যান্ডের মাটিতে বিশ্বকাপের দুটি ম্যাচ খেলেছিল মাশরাফি বাহিনী। নেলসন এবং হ্যামিলটনে ম্যাচ দুটিতে মাঠে নামে টাইগাররা। নেলসনের ম্যাচটিতে স্কটল্যান্ডকে হারালেও হ্যামিলটনে স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে হেরেছিল লাল-সবুজরা।
আসন্ন সফরে বাংলাদেশ তিন ম্যাচ ওয়ানডে সিরিজ দিয়ে শুরু করবে তাদের কিউই মিশন। চলতি বছরের ২৬ ডিসেম্বর প্রথম ওয়ানডেতে টাইগাররা ক্রাইস্টচার্চে নামবে। ২৯ ডিসেম্বর দ্বিতীয় ওয়ানডেতে নেলসনের সাক্সটন ওভালে খেলবে বাংলাদেশ। স্বাগতিকদের বিপক্ষে ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি একই ভেন্যুতে ৩১ ডিসেম্বর খেলবে ম্যাশ বাহিনী।
ওয়ানডের পর তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে মাঠে নামবে টাইগাররা। ০৩ জানুয়ারি নেপিয়ারে প্রথম টি-টোয়েন্টি খেলবে দুই দল। ০৬ আর ০৮ জানুয়ারি মাউনগানুইয়ে শেষ দুটি টি-টোয়েন্টি ম্যাচে লড়বে ব্লাকক্যাপস-টাইগাররা।
ওয়েলিংটনের বেসিন রিজার্ভে ১২ জানুয়ারি প্রথম টেস্ট খেলবে বাংলাদেশ। কিউইদের বিপক্ষে ২০ জানুয়ারি দ্বিতীয় ও শেষ টেস্টের মধ্যদিয়ে সফর সমাপ্ত করবে টাইগাররা।
বাংলাদেশ সময়: ১৫০৪ ঘণ্টা, ২৭ মে ২০১৬
এমআর