ঢাকা: ক্রিকেট ক্যারিয়ারের যাবতীয় অপূর্ণতা ঘোচাতে আর নিজ শহর চট্টগ্রাম থেকে ক্রিকেটার তুলে আনতে জাতীয় দলের এক সময়ের হার্ডহিটার ব্যাটসম্যান আফতাব আহমেদ বেছে নেন ক্রিকেট কোচিং। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের মিডিয়া সেন্টারের উল্টো দিকে বিভাগীয় ক্রীড়া সংস্থার মাঠে ছোট ছোট ছেলেদের কোচিং দেয়া শুরু করেন ২০১৫ এর ফেব্রুয়ারিতে।
বছর পেরোতেই আফতাব এখন পেশাদার কোচ। এবারের প্রিমিয়ার লিগে মোহামেডান স্পোর্টিং ক্লাবের ব্যাটিং কোচের দায়িত্ব পালন করছেন জাতীয় দলের সাবেক এ ক্রিকেটার।
ক্রিকেট ক্যারিয়ারের শুরুতেই যেভাবে সাফল্যের গ্রাফ উর্ধ্বমূখী করে রেখেছিলেন, কোচ হিসেবে সেভাবেই এগোচ্ছেন আফতাব। প্রিমিয়ার লিগের আট রাউন্ড শেষে আফতাবের মোহামেডানই রয়েছে শীর্ষে। সাফল্য পাওয়ায় কোচিং জীবনটা নাকি উপভোগ করতে শুরু করেছেন আফতাব।
নিজের কোচিং জীবন নিয়ে বাংলানিউজকে আফতাব জানান, আল্লাহর রহমতে আমার দল ভালো খেলছে। ৮ ম্যাচের ৬টিতেই আমরা জিতেছি। এই সাফল্য বেশ উৎসাহব্যাঞ্জক। কোচ হিসেবে দল সাফল্য পেতে থাকলে খুব ভালো লাগে।
মোহোমেডান পয়েন্ট টেবিলের শীর্ষে থাকলেও শিরোপা নিয়ে ভাবতে চান না আফতাব। ম্যাচ বাই ম্যাচ ভালো খেলাই লক্ষ্য এই ব্যাটিং কোচের, ‘চ্যাম্পিয়ণ হতে হবে কিংবা সুপার লিগ নিশ্চিত করতে হবে এমন কোনো তাড়া নেই আমাদের। ম্যাচ বাই ম্যাচ ভালো খেলে যাওয়াই লক্ষ্য আমাদের। ’
কেমন চলছে আপনার একাডেমি? আফতাব প্রত্যয়ী কন্ঠে জানালেন, আল্লাহর রহমতে খুবই ভালো। দিনে দিনে ক্রিকেটার বাড়ছে ওখানে। দোয়া করবেন, যেন ওখান থেকে কিছু ক্রিকেটার ঢাকায় খেলাতে পারি।
বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, ২৭ মে ২০১৬
এসকে/এমআর