ঢাকা: ইংল্যান্ড জাতীয় দলের স্পিন কোচ হিসেবে স্বল্প সময়ের জন্য নিয়োগ পেতে যাচ্ছেন পাকিস্তানের সাবেক অফস্পিনার সাকলাইন মুশতাক। পাকিস্তানের ইংল্যান্ড সফরের সময় দায়িত্ব পাবেন তিনি।
ওল্ড ট্রাফোডে সিরিজের দ্বিতীয় টেস্ট চলাকালীন এক সপ্তাহের জন্য কাজ করবেন সাকলাই। সাবেক তারকা এ স্পিনার ইতোমধ্যে পাকিস্তান টেলিভিশনের সঙ্গে ২০১৭ সাল পর্যন্ত ক্রিকেট বিশ্লেষক হিসেবে চুক্তিতে রয়েছেন। তবে যানা জায় কোচিংয়ের জন্য তিনি অনুমতি পেয়েছেন।
গত কয়েক বছর ধরে ইংলিশ বোলিংয়ে মঈন আলী ও আদিল রশিদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। আর তাদের দু’জনের সামনে এবার সুযোগ থাকছে সাকলাইনের মতো কিংবদন্তির থেকে শেখা। সাকলাইন এর আগে ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশের স্পিন কোচের কাজ করেছে। এছাড়া সম্প্রতি তিনি সাইদ আজমলের অবৈধ বোলিং অ্যাকশন শুধরানোর জন্য পিসিবি থেকে নিয়োগ পেয়েছিলেন।
ইংল্যান্ড এর আগে আরেক পাকিস্তানি মুশতাক আহমেদকে স্পিন বোলিং কোচ হিসেবে দায়িত্ব দিয়েছিলেন। তিনি ২০০৮ থেকে ২০১৪ পর্যন্ত কাজ করেছিলেন। তার অধীনে গ্রায়েম সোয়নের মতো তারকা স্পিনার উঠে এসেছিলো।
আগামী ১৮ জুন থেকে ইংল্যান্ড সফর শুরু করবে পাকিস্তান। যেখানে দু’দল চারটি টেস্ট, পাঁচ ম্যাচের ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে। ১৪ জুলাই লর্ডসে প্রথম টেস্ট শুরু হবে।
বাংলাদেশ সময়: ২০৪৬ ঘণ্টা, ২৮ মে, ২০১৬
এমএমএস