ঢাকা: আগামী বছর ইংল্যান্ডের মাটিতে বসতে যাচ্ছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। নিজেদের সেরা পারফর্ম দেখিয়ে এ টুর্নামেন্টে খেলা নিশ্চিত করেছে বাংলাদেশ।
আইসিসি ৠাংকিংয়ে থাকা শীর্ষ আট দল নিয়ে অনুষ্ঠিত হবে এই আসর। ২০১৫ সালের ৩০ সেপ্টেম্বরের মধ্যে থাকা প্রথম আটটি দল নিয়ে অনুষ্ঠিত হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি। অষ্টম দল হিসেবে জায়গা পেয়েছে পাকিস্তান। ওয়েস্ট ইন্ডিজ এবং পাকিস্তানকে পেছনে ফেলে সপ্তম শীর্ষ দল হিসেবে এই টুর্নামেন্টে খেলা নিশ্চিত করে টাইগাররা।
সোমবার (৩০ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইসিসি জানায়, আগামী ০১ জুন (বুধবার) চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপিং এবং সূচি ঘোষণা করা হবে। টাইগারদের গ্রুপে কারা থাকছে সেটি জানার পাশাপাশি আরও জানা যাবে কোন ভেন্যুতে কবে মাঠে নামতে হবে লাল-সবুজদের।
আগামী বুধবার আইসিসির প্রধান নির্বাহী ডেভিড রিচার্ডসন এবং ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) গ্লোবাল ইভেন্টের ডিরেক্টর স্টিভ ইলওয়ার্থি সূচি প্রকাশ করবেন। সেখানে উপস্থিত থাকবেন ইংল্যান্ড দলের সীমিত ওভারের অধিনায়ক ইয়ন মরগান।
আইসিসি জানায়, সূচি প্রকাশের ঠিক এক বছর পর (২০১৭ সালের ০১ জুন) চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে। ১৮ জুন ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে এ টুর্নামেন্ট।
১৮ দিনের মহাযজ্ঞে স্বাগতিক ইংল্যান্ডসহ বাংলাদেশ, ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকা অংশগ্রহণ করবে এ টুর্নামেন্টে।
টুর্নামেন্টের ১৫টি ম্যাচ অনুষ্ঠিত হবে ইংল্যান্ডের কার্ডিফ ওয়েলস, এজবাস্টন এবং ওভাল স্টেডিয়ামে।
বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, ৩০ মে ২০১৬
এমআর