ঢাকা: ‘গেলেন, খেললেন, জয় করলেন’। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ‘ক্রিকেটের জুলিয়াস সিজার’ হয়ে এমন ‘জয়গাঁথা’ রচনার পর দেশে ফিরলেন বাংলাদেশ দলের পোস্টারবয় মুস্তাফিজুর রহমান।
সোমবার (৩০ মে) রাত সাড়ে ১০টায় কলকাতা থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন ‘দ্য ফিজ’। বেঙ্গালুরুর চেন্নাস্বামী স্টেডিয়ামে ‘মহাকাব্য রচনা’ করে কলকাতায় আসেন মুস্তাফিজ। সেখান থেকেই দেশের উদ্দেশে উড়াল দেন ক্রিকেটের এই ‘দুরন্ত বালক’।
বিমানবন্দরে রাত পৌনে ১১টা পর্যন্তও আনুষ্ঠানিকতা সারছিলেন মুস্তাফিজ। আনুষ্ঠানিকতা শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন বলে সেখানে ভিড় জমিয়েছেন দেশের সংবাদকর্মীরা।
প্রথমবারের মতো আইপিএল খেলতে গিয়ে শিরোপার স্বাদ পেয়েছেন মুস্তাফিজ। গতকাল ফাইনালে মুস্তাফিজের সানরাইজার্স হায়দ্রাবাদ বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুকে ৮ রানে হারিয়ে নবম আসরের শিরোপা জেতে।
বাংলাদেশ সময়: ২২৫১ ঘণ্টা, মে ৩০, ২০১৬
এইচএল/এইচএ/
**আইপিএল মাতিয়ে রাতে ফিরছেন মুস্তাফিজ
**সেরা উদীয়মান পুরস্কার মুস্তাফিজের
**আইপিএলে ডেথ ওভারের সেরা বোলার মুস্তাফিজুর
**মুস্তাফিজের নাম জপছেন রবি শাস্ত্রী-শিখর-নেহরা-স্যামিরা
**মুস্তাফিজের ‘যত্ন’ নিতে বলছেন ‘মুগ্ধ’ মুরালিধরন
**জাদুকর মুস্তাফিজে অভিভূত আইপিএল
**মুস্তাফিজের সঙ্গে বল করতে পারা দারুণ ব্যাপার: ভুবনেশ্বর
**‘মিডিয়াম ফাস্ট স্লো অফ স্পিনার লেগ কাটার বোলার’ মুস্তাফিজুর!
**মুস্তাফিজের জন্য গুগলে বাংলা শিখছেন ওয়ার্নার