ঢাকা: ঘরের মাঠে ত্রী-দেশিয় ওয়ানডে সিরিজের শুরুটা দারুণ করলো ওয়েস্ট ইন্ডিজ। সুনিল নারিন ও কাইরন পোলার্ডের দুর্দান্ত প্রত্যাবর্তনে দক্ষিণ আফ্রিকাকে ৪ উইকেটে হারালো ক্যারিবীয়রা।
দ.আফ্রিকার দেওয়া ১৮৯ রানের টার্গেটে ব্যাট করতে নেমে প্রথমে নিয়মিত বিরতিতে উইকেট হারালেও ছয় উইকেট হারিয়ে জয় নিয়েই মাঠ ছাড়ে ক্যারিবীয়রা। দলের হয়ে সর্বোচ্চ ৬৭ রানে অপরাজিত থাকেন পোলার্ড। দীর্ঘদিন পর দলের ওয়ানডেতে ফিরেই সমান ৬৭ বলে ৬টি ছক্কা ও ২টি চারে নিজের ইনিংসটি সাজান।
দলের হয়ে ৩১ রান করেন জনসন চার্লস। এছাড়া ৩০ রান আসে ড্যারেন ব্রাভোর ব্যাট থেকে। প্রোটিয়া বোলারদের মধ্যে তিনটি উইকেট নেন অ্যারন পাহানগিসো। আর দুটি উইকেট পান ইমরান তাহির।
এর আটে টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা দারুণ করেন দ.আফ্রিকার দুই ওপেনার কুইন্টন ডি কক ও হাশিম আমলা। দু’জনে উদ্বোধনি জুটিতে ৫২ রান তোলেন। তবে রিলে রুশোর ব্যাট থেকে আসে ইনিংস সর্বোচ্চ ৬১ রান। আর ৩১ করেন অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স। কিন্তু এক নারিনই ধ্বস নামান প্রতিপক্ষের ব্যাটিংয়ে।
ক্যারিয়ার সেরা বল করে ৯.৫ ওভার বল করে ২৭ রানে ৬টি উইকেট তুলে নেন নারিন। ২টি উইকেট পান কার্লোস ব্র্যাথওয়েট। নারিন ও পোলার্ড গত টি-টোয়েন্টি বিশ্বকাপে দলের সঙ্গে ছিলেন না।
বাংলাদেশ সময়: ১১১৮ ঘণ্টা, ০৪ জুন, ২০১৬
এমএমএস