ঢাকা: অপেক্ষার ফল নাকি মধুর হয়। কলাবাগান ক্রীড়া চক্রের ওপেনার মোহাম্মদ হাসানুজ্জামানের ক্ষেত্রে এমনটাই হলো।
তবে কলাবাগানের এ ওপেনার যা করেছেন সেটি মনে রাখার মতোই। মোহামেডানের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে ৫৩ বলে ৯৫ রানের টর্নেডো ইনিংস খেলে দলকে জয়ের ভিত গড়ে দেন এ ডানহাতি ব্যাটসম্যান। পরে তাসামুল হকের অপরাজিত সেঞ্চুরি (১২৬) ও তানভির হায়দারের অর্ধশতকে (৫২) ২৯১ রানের টার্গেট ৪১ বল ও ৬ উইকেট হাতে রেখে টপকে যায় কলাবাগান।
ইনিংসের প্রথম বলে উইকটে হারানো কলাবাগানের ইনিংসকে হাসানুজ্জামান টেনে নেন তাসামুল হকের সঙ্গে দ্বিতীয় উইকেটে ১০৭ বলে ১৪০ রানের জুটি গড়ে। তাতে মোহামেডানের দেয়া ২৯১ রানের টার্গেটও ছোট মনে হচ্ছিলো! দলকে জেতানোর চিন্তা থেকেই মেরে খেলার চিন্তা মাথায় আসে হাসানু্জ্জামানের।
ম্যাচ শেষে জানালেন, ‘অধিনায়ক মাশরাফি ভাই আমাকে ইতিবাচক থাকতে বলেছেন। বলেছেন নিজের খেলাটাই খেলতে। আমি এটাই চেষ্টা করেছি। আমি একটু আক্রমণাত্মক খেলতে পছন্দ করি। সেটাই চেষ্টা করেছি খেলার। কারণ আমাদের টার্গেট ছিল বেশ বড়। ১০ ওভারে যদি রান রেট বাড়ানো না যায়, সেক্ষেত্রে জয় পাওয়া সম্ভব হবে না। ’
ম্যাচ শেষে হাসানু্জ্জামানের ঝোড়ো ইনিংসকে জয়ের ভিত্তি বললেন ম্যাচ জয়ের আরেক নায়ক তাসামুল হক, ‘প্রথমেই বলবো হাসানুজ্জামানের কথা। সে খুব ভালো ব্যাটিং করেছে। সে খুব ভালো একটা ফাউন্ডেশন দিয়ে গেছে। তার ইনিংসের উপর ভর করেই আসলে ভালো ব্যাটিং করার অনুপ্রেরণা পেয়েছি। ’
চারটি চার ও আট ছক্কার ইনিংসটিকে সেঞ্চুরিতে রূপ দিতে না পারার পেছনে নিজের ভুলের কথাই বললেন হাসানুজ্জামান, ‘আক্রমণাত্মক খেলার জন্যই আউট হয়েছি তা বলবো না। আমার কোনো ভুলেই আউট হয়েছি। হয়তো একটু অসতর্ক ছিলাম এজন্য। সেঞ্চুরি মিসের আক্ষেপ তো থাকবেই। ’
লম্বা সময় অপেক্ষার পর হাসানুজ্জামানের জায়গা হয় একাদশে। এজন্য অবশ্য আফসোস নেই তার, ‘মাশরাফি ভাই, দলের কোচ আমাকে বলেছেন যে কোনো সময় খেলার জন্য প্রস্তুত থাকতে। বলেছেন নিজের স্বাভাবিক খেলাটা খেলতে। টিম কম্বিনেশনের কারণে খেলতে পারিনি। এই কারণেই আমার সুযোগটা একটু পরে হয়েছে। আমি সব সময় চেষ্টা করেছি ইতিবাচক থাকতে। ’
ইউনিভার্সিটি অব লিবারেল আর্টসের ছাত্র হাসানুজ্জামান গতবার ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের হয়ে খেলেছিলেন প্রিমিয়ার লিগ। সেবার ততটা উজ্জ্বল ছিলেন না। চার ম্যাচে করেছিলেন ৪১ রান। এবারের লিগে প্রথমবার নেমেই নিজেকে চেনালেন ২৫ বছর বয়সী এই ক্রিকেটার।
বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, ০৪ জুন ২০১৬
এসকে/এমআর