মিরপুর থেকে: প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের শেষ রাউন্ডের ম্যাচে শেখ জামালকে হারিয়ে নির্বিঘ্নেই সুপার লিগ নিশ্চিত করেছে মুশফিকুর রহিমের মোহামেডান স্পোর্টিং ক্লাব। বুধবার (৮ জুন) শের-ই-বাংলা স্টেডিয়ামে শেখ জামালকে ৬ উইকটে হারিয়ে ১১ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে সেরা ছয়ে নাম লেখালো মুশফিকবাহিনী।
৪২ ওভারের ম্যাচে শেখ জামালে দেয়া ১৮৮ রানের টার্গেট ৪ উইকেট হারিয়ে ৫৮ বল হাতে রেখে পৌঁছে যায় সাদা-কালো শিবির। অধিনায়ক মুশফিকুর রহিম ৬৬ রানে অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। ইনিংসটির পথে অনন্য এক মাইলফলক স্পর্শ করেন মুশফিক।
দ্বিতীয় বাংলাদেশি ক্রিকেটার হিসেবে বাংলাদেশি ক্রিকেটার হিসেবে লিস্ট ‘এ’ ক্রিকেটে ৬ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন এ ডিপেন্ডেবল ব্যাটসম্যান।
এ ম্যাচে ব্যাটিংয়ের নামার আগে মাইলফলক থেকে ১৮ রান দূরে ছিলেন মুশফিক। মুক্তার আলীর বলে একস্ট্রা কাভারে সিঞ্চেল নিয়ে ৬ হাজারি ক্লাবে পৌঁছান এ ডানহাতি ব্যাটসম্যান।
মুশফিক ছাড়াও মোহামেডানের জয়কে সহজ করতে দারুণ ভূমিকা রাখেন তিন নম্বরে নামা নাইম ইসলাম । ৫২ বলে ৫১ রানের অসাধারণ এক ইনিংস খেলেন এ ব্যাটসম্যান। শেষ দিকে ২৫ বলে ৩৪ রানের ঝড়ো ইনিংস খেলে মোহামেডানের জয়কে সহজ করে দেন ভারতীয় অলরাউন্ডার বিপুল শর্মা।
শেখ জামালের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ নেন তিনটি উইকেট। আব্দুর রহমান নিয়েছেন এক উইকেট।
উইকেট ভেজা থাকায় নির্ধারিত সময়ের দুই ঘন্টা পর সকাল ১১টায় শুরু হয় ম্যাচটি। ৪২ ওভারে নামিয়ে আনা ম্যাচে ৮ উইকেটে ১৮৭ রান করে টস হেরে ব্যাটিংয়ে নামা দল শেখ জামাল। দলের পক্ষে সর্বোচ্চ ২৯ রান করেন ওপেনার মাহবুবুল করিম। এছাড়া পচিশোর্ধ্ব রানের ইনিংস খেলেন মাহমদুউল্লাহ রিয়াদ (২৭), মার্শাল আইয়ুব (২৭) ও জাবিদ হোসেন (২৮)। শেষ দিকে সমান ২৫ রান করে আসে শফিউল ইসলাম ও নাজমুস সাদাতের ব্যাট থেকে।
শেখ জামালের ইনিংসকে দু’শোর কাছাকাছি নিয়ে যায় জাবিদ ও শফিউলের অষ্টম উইকেট জুটি। ১৩৭ রানে ৭ উইকেট হারানো দলটি ৪৫ রানের জুটিতে মাঝারিমানের পুঁজি পায়।
মোহামেডানের ভারতীয় স্পিনার বিপুল শর্মা নেনে চার উইকেট। ৯ ওভারে একটি মেডেনসহ মাত্র ২৪ রান দিয়ে মাহবুবুল, মার্শাল, মুক্তার ও আরাফাত সানিকে ফেরান এ বাঁহাতি স্পিনার। একটি করে উইকেট নিয়েছেন নাজমুল হোসেন, হাবিবুর রহমান, শুভাশিষ রায় ও নাইম ইসলাম (জুনি:)।
বাংলাদেশ সময়: ১৭১৬ ঘণ্টা, ০৮ জুন, ২০১৬
এসকে/এমএমএস