ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বাংলাদেশ-ভারত একমাত্র টেস্ট ফেব্রুয়ারিতে

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৩ ঘণ্টা, জুন ১০, ২০১৬
বাংলাদেশ-ভারত একমাত্র টেস্ট ফেব্রুয়ারিতে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর (ফাইল ফটো)

ঢাকা: আগামী আগস্টে এক ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ভারত যাওয়ার কথা ছিল বাংলাদেশের। কিন্তু বিসিসিআই ২০১৬-১৭ মৌসুমের সূচিতে ভারত সফর করবে এমন দলের তালিকায় বাংলাদেশের নাম রাখায় স্পষ্ট হয় এ বছর হচ্ছে না ভারত সফর।

কোনো তারিখ নির্ধারণ করা না হলেও বলা হয় ম্যাচটি হবে হায়দ্রাবাদে।  

 

ভারত সফরের অপেক্ষা এতে আরও বাড়ে। তবে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের কথা অনুযায়ী, খুব বেশি অপেক্ষা করতে হবে না বাংলাদেশকে। আগামী ফেব্রুয়ারিতেই ভারত সফর করবে মুশফিক বাহিনী।

 

শুক্রবার (১০ জুন) বিসিবি সভাপতি গুলশানে তার নিজ বাসভবনে সংবাদমাধ্যমকে এ ব্যাপারে বলেন, ‘ওরা (ভারত) আমাদের প্রস্তাব দিয়েছিল জানুয়ারিতে খেলার। যে সময়টায় বলেছে তখন আমাদের ট্যুর আছে, নিউজিল্যান্ডে থাকবো আমরা। পরিস্থিতি এমন যে ফেব্রুয়ারির প্রথম দিকে সিরিজটা হতে পারে। সিরিজটির ব্যাপারে দু’পক্ষ থেকেই আভাস মিলেছে। যদিও তাদের কাছ থেকে নির্দিষ্ট কোনো তারিখ এখন পর্যন্ত আমরা পাইনি।   তবে, জানুয়ারি-ফেব্রুয়ারি যখনই হোক, আমরা সময় বের করতে পারবো। ’

টেস্ট ম্যাচ বাড়ানো কিংবা ওয়ানডে যোগ করার সুযোগ আছে কিনা-এমন প্রশ্নে নাজমুল হাসান বলেন, ‘এখন পর্যন্ত ওই একটা টেস্টই আছে। এটা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল আগস্টে। এখনও পর্যন্ত লিখিত কোনো কিছু পাইনি। যতক্ষণ লিখিত কিছু না পাচ্ছি, তারিখের নিশ্চয়তা না পাচ্ছি-ততক্ষণ কিছু বলা কঠিন। ’
 
বাংলাদেশ-নিউজিল্যান্ড পূর্নাঙ্গ সিরিজ শেষ হবে ২০ জানুয়ারি।   ফেব্রুয়ারি-মার্চে ভারতের মাটিতে চার ম্যাচের টেস্ট সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। এজন্য ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই হতে পারে বাংলাদেশ-ভারত টেস্ট ম্যাচটি। আর তা হলে টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর এটিই হবে টেস্ট খেলার জন্য টাইগারদের প্রথম ভারত সফর।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, ১০ জুন ২০১৬
এসকে/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।