ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

আইপিএল নবম আসরের আয় ২৫০০ কোটি রুপি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৬ ঘণ্টা, জুন ১৩, ২০১৬
আইপিএল নবম আসরের আয় ২৫০০ কোটি রুপি ছবি:সংগৃহীত

ঢাকা: সদ্য শেষ হওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নমব আসরটি ছিলো বাকি আসরগুলোর থেকে সফল। জমজমাটা টি-টোয়েন্টি ফ্রাঞ্চাইজিভিত্তিক এই লিগটি ছাড়িয়ে গেছে অষ্টম আসরের আয়ের রেকর্ড।

নমব আসরে টুর্নামেন্টটি আয় করেছে ভারতীয় রুপিতে প্রায় ২৫০০ কোটি। যা গতবারের থেকে গ্রোথ রেটে প্রায় দ্বিগুনেরও বেশি।

 

এই আসরে আয়ের উৎস ছিলো টেলিভিশন, স্পন্সরশিপ, টিকিট বিক্রি ও বিসিসিআইয়ের অন গ্রাউন্ড স্পন্সরশিপ। এছাড়া টেভিভিশনে ম্যাচ চলাকালীন বিজ্ঞাপনগুলো এই আয় বাড়াতে বড় ভূমিকা রেখেছে।

আইপিএলের অফিসিয়াল ব্রডকাস্টার ছিল সনি পিকচার্স নেটওয়ার্ক। এই প্রতিষ্ঠানটি থেকে এসেছে এক হাজার একশ কোটি ভারতীয় রুপি। ৮টি দলের ফ্রাঞ্চাইজি স্পন্সর থেকে এসেছে ২০০ থেকে ২৩০ কোটি রুপি।

এদিকে বিসিসিআই তাদের মাঠের স্পন্সর থেকে পেয়েছে ২২০ থেকে ২৫০ কোটি। আর আসরের ডিজিটাল রাইট হোল্ডার হটস্টার দিয়েছে ৪০ কোটি। ক্রিকেট বোর্ডটির এক মুখপাত্র নিশ্চিত করেছেন টিকিট বিক্রির থেকে আয় হয়েছে প্রায় ১০ কোটি রুপি। এছাড়া আরও বিভিন্ন খাত থেকে এবারের আসরে আয় হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৫৪ ঘণ্টা, ১৩ জুন, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।