ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

অবসরের চিন্তা নেই মিসবাহর মাথায়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৪ ঘণ্টা, জুন ১৯, ২০১৬
অবসরের চিন্তা নেই মিসবাহর মাথায় বাংলানিউজটোয়েন্টিফোর.কম-ফাইল ফটো

ঢাকা: বয়সটা হয়তো পক্ষে নেই! তাতে কী আসে যায়! অবসরের কোনো চিন্তাই মাথায় আনতে চাচ্ছেন না মিসবাহ উল হক। টেস্ট ক্রিকেটে এখনো যে তিনি পাকিস্তান দলের অন্যতম নির্ভরতার প্রতীক।

সীমিত ওভারের ক্রিকেটে অবসরের পর সামনে থেকেই দলকে নেতৃত্ব দিচ্ছেন ৪২ বছর বয়সী এ অভিজ্ঞ ব্যাটসম্যান।

ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন চার ম্যাচের টেস্ট সিরিজেই পরিপূর্ণ মনোযোগ দিতে চান মিসবাহ। লর্ডসে আগামী ১৪ জুলাই প্রথম টেস্টে মুখোমুখি হবে দু’দল। টেস্ট সিরিজ শেষে রয়েছে পাঁচটি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি। তার আগে আয়ারল্যান্ডের বিপক্ষে দু’টি ওয়ানডে খেলবে সফরকারীরা।

বর্তমানে আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানার কোনো ইচ্ছাই নেই মিসবাহর। এক প্রেস কনফারেন্সে পাকিস্তানের টেস্ট অধিনায়ক বলেন, ‘যদি ক্রিকেট থেকে অবসর নিতে হয় নিবে নেব। কিন্তু এখন আমি সম্পূর্ণ ফিট এবং দেশকে আরও কিছু দিতে চাই এবং খেলা চালিয়ে যেতে চাই। ’

টেস্ট সিরিজটি চ্যালেঞ্জিং হলেও ভালো করার ব্যাপারে আশাবাদী মিসবাহ, ‘ইংল্যান্ড সিরিজ বড় একটি চ্যালেঞ্জ এবং প্রত্যেক খেলোয়াড়ের জন্য বড় একটি সুযোগও। যদি খেলোয়াড়রা তাদের বিপক্ষে ভালো করতে পারে তবে সম্মান ও স্বীকৃতি পাবে। তাই প্রত্যেককে এ সিরিজটি সুযোগ হিসেবে নিতে হবে যদি তারা আন্তর্জাতিক স্বীকৃতি চায়। ’

‘ইতিহাস বলছে পাকিস্তান দল ইংল্যান্ডের উইকেটে ভালো খেলে। আমি আশা করছি, এবারও তার ব্যতিক্রম হবে না, অসাধারণ পারফরম্যান্সে সবাই নিজেদের সেরাটা দিয়ে সিরিজটি অবিস্মরণীয় করে রাখবে এবং জয়যুক্ত হয়ে দেশে ফিরবে। ’-যোগ করেন মিসবাহ।

পাকিস্তানের হয়ে এখন পর্যন্ত ৬১ টেস্টে ৪৮.৮৯ গড়ে ৪৩৫২ রান করেছেন মিসবাহ। ৩২টি ফিফটির পাশাপাশি রয়েছে ৯টি সেঞ্চুরি।

বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, জুন ১৯, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।