ঢাকা: মিচেল স্টার্ক ও গ্লেন ম্যাক্সওয়েলকে রেখে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে রোববারের ম্যাচের (১৯ জুন) ১২ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। নাথান কোল্টার নাইলের জায়গায় স্টার্ক ও ট্রাভিস হেডের পরিবর্তে মাঠে নামার অপেক্ষায় ম্যাক্সওয়েল।
বার্বাডোজে বাংলাদেশ সময় রাত ১১টায় ত্রিদেশীয় সিরিজের ম্যাচটি শুরু হবে। পয়েন্ট টেবিলে চার ম্যাচ শেষে বোনস পয়েন্ট সহ দুই জয়ে ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে প্রোটিয়ারা। দুইয়ে থাকা অজিদের সংগ্রহ ৯। আর বোনাস পয়েন্টবিহীন সমান দুই জয়ে আট পয়েন্টে তলানিতে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ।
বাজে ফর্মের কারণেই শেষ দু’টি ম্যাচে দলের বাইরে থাকেন ম্যাক্সওয়েল। গায়ানায় প্রথম দুই ম্যাচে তার ব্যাট থেকে আসে সর্বসাকুল্যে মাত্র ৩ রান। অন্যদিকে, ইনজুরি কাটিয়ে মাঠে ফিরেই দুর্দান্ত বোলিং নৈপুণ্য দেখান স্টার্ক। দুই ম্যাচে নেন পাঁচ উইকেট। তবে ফিটনেসগত সতর্কতায় দলের সেরা পেসারকে দ্বিতীয় ম্যাচের পর চতুর্থ ম্যাচে বিশ্রামে রাখা হয়।
অস্ট্রেলিয়া স্কোয়াড: উসমান খাজা, অ্যারন ফিঞ্চ, স্টিভেন স্মিথ (অধিনায়ক), জর্জ বেইলি, গ্লেন ম্যাক্সওয়েল, মিচেল মার্শ, ম্যাথু ওয়েড, জেমস ফকনার, মিচেল স্টার্ক, জস হ্যাজেলউড, স্কট বোল্যান্ড, অ্যাডাম জাম্পা।
বাংলাদেশ সময়: ১৬৩৯ ঘন্টা, জুন ১৯, ২০১৬
এমআরএম