ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

আমিরাতে পাকিস্তান-উইন্ডিজ ডে-নাইট টেস্ট

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩১ ঘণ্টা, জুন ১৯, ২০১৬
আমিরাতে পাকিস্তান-উইন্ডিজ ডে-নাইট টেস্ট

ঢাকা: দিবারাত্রির টেস্ট নিয়ে গোটা ক্রিকেট বিশ্ব যেন আলোচনায় সরগরম! তারই মাঝে নতুন খবর এলো, সেপ্টেম্বরে আরব আমিরাতে পাকিস্তানের বিপক্ষে গোলাপি বলে ডে-নাইট টেস্ট খেলতে রাজি ওয়েস্ট ইন্ডিজ। ইএসপিএন ক্রিকইনফো তাদের ওয়েবসাইটে এমন খবরই প্রকাশ করেছে।

 

সূত্রমতে, ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড (ডব্লিউআইসিবি) প্রথমে অনিচ্ছুক ছিল। কিন্তু, পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ফ্লাডলাইটের আলোয় প্র্যাকটিস ম্যাচ ও অনুশীলনের ব্যবস্থা রাখার প্রস্তাব দিতেই নিজেদের আগের অবস্থান থেকে সরে আসে ডব্লিউআইসিবি।

জানা যায়, আইসিসির ফিউচার ট্যুর প্রোগ্রাম অনুযায়ী, প্রথমে দু’টি টেস্ট, পাঁচটি ওয়ানডে ও দু’টি টি-২০ ম্যাচের পরিকল্পনা থেকে তিনটি টেস্ট, তিনটি ওয়ানডে ও তিন ম্যাচের টি-২০ সিরিজ আয়োজন করতে চায় পিসিবি। তবে এই বিষয়টি এখনো সুরাহা হয়নি।

গত বছরের নভেম্বরে ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতো ডে-নাইট টেস্ট খেলেছিল অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। যা ব্যাপক দর্শক জনপ্রিয়তা পায়। ইতোমধ্যেই বেশ কয়েকটি টেস্ট খেলুড়ে দেশ দিবারাত্রির টেস্টের ব্যাপারে আগ্রহ দেখিয়েছে। তার মধ্যে ভারত অন্যতম, যারা কিউইদের বিপক্ষে নিজেদের মাটিতে ডে-নাইট টেস্ট খেলার আলোচনা চালিয়ে যাচ্ছে।

ওয়েস্ট ইন্ডিজ ছাড়াও এ বছর আরেকটি ডে-নাইট টেস্ট খেলবে পাকিস্তান। ডিসেম্বরে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটি (ব্রিসবেন) ফ্লাডলাইটের আলোয় অনুষ্ঠিত হবে। এর আগের মাসেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হোম সিরিজে দিবারাত্রির টেস্ট খেলার কথা অজিদের।

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, জুন ১৯, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।