ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

আইসিসির কাছে পিসিবির ক্ষতিপূরণ দাবী

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৭ ঘণ্টা, জুন ২১, ২০১৬
আইসিসির কাছে পিসিবির ক্ষতিপূরণ দাবী

ঢাকা: ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসির কাছে ক্ষতিপূরণ দাবী করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান শাহরিয়ার খান। এমনকি আইসিসির অন্তর্ভুক্ত দেশগুলোকে অনুরোধ করেছেন পিসিবির তহবিলে আর্থিক সাহায্যে দেওয়ার।

 

পাকিস্তানের মাটিতে কোনো দেশ খেলতে না যাওয়ায় এবং আন্তর্জাতিক কোনো ম্যাচ অনুষ্ঠিত না হওয়ায় বছরের পর বছর দেশটির আর্থিক ক্ষতি হচ্ছে বলে জানান শাহরিয়ার। এদিকে, আইসিসিও কোনো দেশকে পাকিস্তান সফরে যেতে দিতে রাজি নয়। আর সে কারণেই আইসিসিকে ক্ষতি পুষিয়ে দেওয়ার অনুরোধ জানিয়েছেন তিনি।

২০০৯ সালে লাহোরে শ্রীলঙ্কা ক্রিকেট দলের টিম বাসে সন্ত্রাসী হামলা চালানো হয়। তখন থেকেই পাকিস্তানের মাটিতে কোনো আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করা হয়নি। মাঝে জিম্বাবুয়ে ক্রিকেট দল এবং বাংলাদেশের নারী ক্রিকেট দল পাকিস্তান সফরে যায়। তবে, আর কোনো আন্তর্জাতিক ম্যাচ সেখানে হয়নি।

আন্তর্জাতিক ম্যাচ বন্ধ হয়ে যাওয়ায় প্রতি বছর দেশটির ক্রিকেট বোর্ডের লাখ লাখ ডলার ক্ষতি হচ্ছে বলে জানান শাহরিয়ার। তিনি জানান, ‘আমরা আইসিসির কাছে আমাদের ক্ষতিপূরণ বাবদ অর্থ চাই। আর এই অর্থ আমাদের বোর্ডের তহবিলে জমা পড়লে তা দিয়ে পাকিস্তান ক্রিকেটের উন্নতি ও প্রচারে কাজে লাগানো যাবে। আগামী ২৭ জুন এডিনবার্গে আইসিসির সভায় আমরা বিষয়টি তুলে ধরব। ’

তিনি আরও জানান, ‘আমরা আইসিসি এবং আইসিসির অন্তর্ভুক্ত দেশগুলোকে অনুরোধ করছি যেন তারা আইসিসির ইভেন্টের মাধ্যমে আয় হওয়া অর্থ থেকে পাকিস্তান ক্রিকেটের জন্য এই পিসিবির তহবিলে কিছু অর্থ দেয়। ’

পাকিস্তান ক্রিকেটের দুর্দশার কথা জানিয়ে শাহরিয়ার বলেন, অর্থ সংকটে দেশটির অনূর্ধ্ব-১৯ দলের সিরিজ আয়োজন সম্ভব হচ্ছে না। এতে করে নতুন কোনো ক্রিকেটার উঠে না আসায় ক্রিকেটের উন্নতি বাধা হয়ে দাঁড়াচ্ছে। পাকিস্তানের ক্রিকেটকেই এভাবে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া হচ্ছে বলেও জানান শাহরিয়ার।

বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, ২১ জুন ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।