ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

এবারের লিগে প্রশ্নবিদ্ধ ১৩-১৪ জন বোলার

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩০ ঘণ্টা, জুন ২৫, ২০১৬
এবারের লিগে প্রশ্নবিদ্ধ ১৩-১৪ জন বোলার ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর

ঢাকা: সদ্য শেষ হওয়া ঢাকা প্রিমিয়ার লিগে অন্তত ১৩-১৪ জন বোলারের বোলিং অ্যাকশন প্রশ্নবিদ্ধ হয়েছে বলে জানালেন সদ্য গঠিত বোলিং অ্যাকশন রিভিউ কমিটির প্রধান জালাল ইউনুস। টুর্নামেন্টের শুরু থেকেই কমিটির কাজ করার কথা থাকলেও ঈদের পর এই বোলারদের নিয়ে কাজ শুরু করবে গঠিত কমিটি।

 

শনিবার (২৫ জুন) বিসিবিতে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জালাল ইউনুস জানান, শিগগিরই কাজ শুরু করবে তাদের কমিটি। কার্ডিফ মেট্রোপলিটন ইউনিভার্সিটি থেকে একজন বিশেষজ্ঞ প্রয়োজনে নিয়ে আসা হবে। সত্যি বলতে, বোলিং অ্যাকশন রিভিউয়ে আমরা খুব একটা অভিজ্ঞ নই। সম্ভব হলে প্রযুক্তির সহায়তাও নেওয়া হবে।

তিনি আরও যোগ করেন, আগামী মঙ্গলবার বোর্ড সভায় এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।

জালাল ইউনুসের নেতৃত্বে বোলিং অ্যাকশন রিভিউ কমিটিতে আছেন সাবেক ক্রিকেটার ওমর খালেদ রুমি, দিপু রায় চৌধুরী ও গোলাম ফারুক।

এবারের প্রিমিয়ার লিগের আসরে শুরু থেকেই বোলারদের অ্যাকশন নিয়ে প্রশ্ন উঠেছিল। জালাল ইউনুস জানান, এবারের আসবে অন্তত ১৩-১৪ জন বোলার রিপোর্টেড হয়েছে। ঈদের পর তাদের নিয়ে কাজ শুরু হবে। তাদের বোলিং অ্যাকশন দেখার জন্য নেটে ডেকে পাঠানো হবে। আমাদের কমিটির রিপোর্টের পরও কোনো বোলারের অ্যাকশনে ত্রুটি থাকলে তাকে এক বছরের জন্য নিষিদ্ধ করা হবে।

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, ২৫ জুন ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।