ঢাকা: প্রিমিয়ার লিগে খেলোয়াড়দের পাওনা আদায়ে হুঁশিয়ারি দিয়ে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন ৭২ ঘণ্টার সময় বেধে দিয়েছিলেন ক্লাবগুলোকে। সে সময় পার হয়েছে দু’দিন আগে।
ক্লাবগুলোকে চাপ প্রয়োগ করে টাকা আদায়ে কঠোর হতে পারছে না বিসিবি। ঈদের ছুটিতে বাড়ি ফিরতে শুরু করছেন ক্রিকেটাররা। আর বিসিবি এখন খুঁজছে সমাধানের পথ। ঈদের আগে খেলোয়াড়রা পাওনা টাকা পেয়ে যাবেন তারও নিশ্চয়তা দিতে পারছে না বোর্ড।
শনিবার (২৫ জুন) ক্রিকেটারদের পাওনা প্রসঙ্গে বিসিবির প্রধান নির্বাহী কমকর্তা নিজামউদ্দিন চৌধুরী সুজন জানান, ‘সবগুলো ক্লাব এবং খেলোয়াড়দের সঙ্গে আমরা যোগাযোগ করছি। কোন ক্লাবের কি বকেয়া আছে সেটা বের করে আমরা যত তাড়াতাড়ি সম্ভব বিষয়টির সমাধান করার চেষ্টা করব। ইতিমধ্যে কয়েকটি ক্লাব আমাদের সাথে যোগাযোগ করেছে এবং দুই-একটি ক্লাব কমিটমেন্ট অনুযায়ী পেমেন্টও করে দিয়েছে। যে ক্লাবগুলোতে খেলোয়াড়দের পেমেন্ট বাকি আছে সে সমস্ত ক্লাবের সাথে আমাদের যোগাযোগ হচ্ছে। আমরা চেষ্টা করছি তাড়াতাড়ি যেন সমস্যাটির সমাধান করতে পারি। ’
আলটিমেটামের ৭২ ঘণ্টা পেরিয়ে গেল, বোর্ড কঠোর সিদ্ধান্ত নেবে কিনা-এমন প্রশ্নে সুজন বলেন, নির্দেশনা অনুযায়ী অনেক ক্লাব আমাদের সঙ্গে যোগাযোগ করেছে এবং কেউ কেউ পরিশোধ করে দিয়েছে। সেক্ষেত্রে যাদের বকেয়া আছে চেষ্টা করা হচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব সেটিও সমাধান করে ফেলার।
সভাপতির কথা ক্লাবগুলো মেনে নেয়নি। বিসিবি ক্লাবগুলোর বিপক্ষে কোনো অবস্থান নেবে কিনা-এমন প্রশ্নে সুজন জানান, বক্তব্য মানার বিষয় না। আমরা চেষ্টা করছি যথাসম্ভব সমাধান করার।
বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, ২৫ জুন ২০১৬
এসকে/এমআরপি