ঢাকা: ক্রিকেটারদের নিবিঢ় পর্যবেক্ষন ও উন্নত প্রশিক্ষণদানে হাইপারফরম্যান্স (এইচপি) স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শনিবার (২৫ জুন) সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ২৪ সদস্যের স্কোয়াড ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আগামী ১৭ জুলাই মিরপুরে শুরু হবে ক্যাম্প। তিন মাসের এ ক্যাম্পের জন্য ক্রিকেটাররা রিপোর্ট করবেন ১৬ জুলাই।
এইচপি ক্যাম্পে সুযোগ পেয়েছেন অনূর্ধ্ব-১৯ দলের হয়ে ঘরের মাঠে বিশ্বকাপ খেলা ছয় ক্রিকেটার। তারা হলেন মেহেদি হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্ত, মোহাম্মদ সাইফু্দ্দিন, সাইফ হাসান, মেহেদি হাসান রানা ও জাকির হোসেন। এছাড়া সাদমান ইসলাম, তাসামুল হক, মো: আল-আমিন, আবু হায়দার রনি, এবাদত হোসেনের (পেসার হান্ট থেকে) মতো তরুণরাও ঠাঁই পেয়েছেন স্কোয়াডে।
স্কোয়াডে থাকা ক্রিকেটারদের মধ্যে তিনজন টপ অর্ডার ব্যাটসম্যান, পাঁচজন মিডলঅর্ডার ব্যাটসম্যান, তিনজন অলরাউন্ডার, চারজন স্পিনার, সাতজন পেসার ও দুইজন উইকেটরক্ষক-ব্যাটসম্যান রয়েছেন।
এবারের এইচপি ক্যাম্পের জন্য অস্ট্রেলিয়ান কোচ সাইমন হেলমটকে নিয়োগ দিয়েছে বিসিবি। ৪৪ বছর বয়সী এই অস্ট্রেলিয়ান কিছুদিন আগে নতুন কর্মস্থল (শের-ই-বাংলা স্টেডিয়াম) ঘুরে গেছেন। ক্যাম্প শুরুর আগেই নতুন নতুন পরিকল্পনা সাজিয়ে হাজির হবেন মিরপুরে।
এইচপি ক্যাম্পের জন্য নির্বাচিতরা হলেন: সাদমান ইসলাম, মেহেদী হাসান মারুফ, আব্দুল মজিদ, মেহেদি হাসান মিরাজ, মোহাম্মদ সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মো: আল-আমিন, তাসামুল হক, সানজামুল ইসলাম, নূর হোসেন মুন্না, তানভীর হায়দার খান, সাকলায়েন সজীব, মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, আলাউদ্দিন বাবু, মো: আশিকুজ্জামান, মেহেদী হাসান রানা, শুভাষিস রায়, নূর আলম সাদ্দাম, আবু হায়দার রনি, দেওয়ান সাব্বির আহমেদ, ইবাদত হোসেন চৌধুরী, ইরফান শুক্কুর ও জাকির হাসান।
বাংলাদেশ সময়: ১৯৫৭ে ঘণ্টা, ২৫ জুন ২০১৬
এসকে/এমআরপি