ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ভারতের ব্যাটিং কোচ বাঙ্গার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৫ ঘণ্টা, জুন ২৬, ২০১৬
ভারতের ব্যাটিং কোচ বাঙ্গার সঞ্জয় বাঙ্গার-ছবি:সংগৃহীত

ঢাকা: ভারতের আগামী ওয়েস্ট ইন্ডিজ সফরে দলটির জন্য পুনরায় ব্যাটিং কোচ নির্বাচিত হয়েছেন সঞ্জয় বাঙ্গার। সেই সঙ্গে সম্প্রতি জিম্বাবুয়ে সফরে ফিল্ডিং কোচের দায়িত্বে থাকা অভয় শর্মাকে ক্যারিবীয় সফরেও অপরিবর্তীত রেখেছে ভারত।

 

বাঙ্গার ২০১৪ সাল থেকে টিম ডিরেক্টর রবি শাস্ত্রীর অধীনে ব্যাটিং কোচের দায়িত্ব পালন করেছেন। তবে গত টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে তার মেয়াদ শেষ হয়। কিন্তু জিম্বাবুয়ের সফরে সিমীত ওভারের সিরিজে অন্তবর্তীকালীন প্রধান কোচের দায়িত্বে ছিলেন।

ভারত জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ অনিল কুম্বলেকে দায়িত্ব দেওয়া দু’দিন পরেই বাঙ্গারকে আগের পদে স্থলাভিষিক্ত করা হলো। তবে স্পষ্ট করে বলা হয়েছে ক্যারিবীয় সফরে শুধুমাত্র সাত সপ্তাহের জন্যই তিনি দলের সঙ্গে কাজ করবেন।

বাংলাদেশ সময়: ১১০২ ঘণ্টা, ২৬ জুন, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।