ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

পাকিস্তানের প্রস্তাবে ক্যারিবীয়দের সম্মতি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৬ ঘণ্টা, জুন ২৬, ২০১৬
পাকিস্তানের প্রস্তাবে ক্যারিবীয়দের সম্মতি ছবি:সংগৃহীত

ঢাকা: আগামী সেপ্টেম্বর-অক্টোবরে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে পাকিস্তানের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলার কথা রয়েছে ওয়েস্ট ইন্ডিজের। আর এই সফরে ক্যারিবীয়দের পাকিস্তান দুই টেস্টে পরিবর্তে তিন টেস্টর প্রস্তাব করলে সম্মতি প্রকাশ করে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড।

 

পাকিস্তান ক্রিকেট বোর্ডের এক অফিসিয়াল কর্মকর্তা জানান, এই সূচিতে এখন তিন ম্যাচের টেস্ট সিরিজ, তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে। এর আগে মূল চূচিটি ছিলো দুটি টেস্ট, পাঁচটি ওয়ানডে ও দুটি টি-২০।

তিনি আরও জানান, এই সিদ্ধান্তটি পিসিবি চেয়ারম্যান শাহরিয়ার খানের থেকে এসেছে। তিনি পাঁচ দিনের ম্যাচকে গুরুত্বের সঙ্গে দেখছেন।

এই সিরিজের আবুধাবি টেস্টটি দিবা-রাত্রি ও গোলাপি বলে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। গোলাপি বলের টেস্টের ব্যাপারে ক্যারিবীয়দের আগেই জানানো হয়েছিলো। পাকিস্তান এছাড়াও চলতি বছরের ডিসেম্বরে অস্ট্রেলিয়ার মাটিতে ব্রিসবেনে আরেকটি দিবা-রাত্রির টেস্ট খেলবে।
 
বাংলাদেশ সময়: ১২৩১ ঘণ্টা, ২৬ জুন, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।