ঢাকা: ভারতের তামিলনাড়ুর ক্রিকেট অ্যাসোসিয়েশনের (টিএনসিএ) প্রেসিডেন্ট পদে আবারও নির্বাচিত হয়েছেন এন শ্রীনিবাসন। রোববার চেন্নাইয়ে টিএনসিএ’র ৮৬তম বার্ষিক সভায় প্রদেশটির ক্রিকেটের সর্বোচ্চ শিখরে বসেন আইসিসি’র সাবেক বিতর্কিত এই চেয়ারম্যান।
শ্রীনি ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট পদেও ছিলেন। তবে আইপিএল দুর্নীতিতে তার সংশ্লিষ্ঠতার অভিযোগ উঠলে, তাকে এক পর্যায়ে বাধ্য হয়েই দায়িত্ব ছাড়তে হয়।
এদিকে ক্রিকেট বিশ্ব ও ভারতবর্ষে শ্রীনি সমালোচনার শিকার হলেও তামিলে তিনি বেশ জনপ্রিয় ক্রিকেট সংগঠক। ফলে ২০০২ সালে প্রদেশটির প্রথম প্রেসিডেন্ট হওয়া সত্বেও আবার নির্বাচিত হলেন তিনি।
শ্রীনির প্রতিদ্বন্দ্বী হিসেবে নির্বাচনে দাঁড়িয়েছিলেন এসি মুথ্থিয়া। অন্যদিকে সেক্রেটারি হিসেবে এবারো নির্বাচিত হয়েছেন কাসি বিশ্বনাথ।
বাংলাদেশ সময়: ১৪০৭ ঘণ্টা, ২৬ জুন, ২০১৬
এমএমএস