ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ফের টিএনসিএ’র প্রেসিডেন্ট বিতর্কিত শ্রীনি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১০ ঘণ্টা, জুন ২৬, ২০১৬
ফের টিএনসিএ’র প্রেসিডেন্ট বিতর্কিত শ্রীনি এন শ্রীনিবাসন-ছবি:সংগৃহীত

ঢাকা: ভারতের তামিলনাড়ুর ক্রিকেট অ্যাসোসিয়েশনের (টিএনসিএ) প্রেসিডেন্ট পদে আবারও নির্বাচিত হয়েছেন এন শ্রীনিবাসন। রোববার চেন্নাইয়ে টিএনসিএ’র ৮৬তম বার্ষিক সভায় প্রদেশটির ক্রিকেটের সর্বোচ্চ শিখরে বসেন আইসিসি’র সাবেক বিতর্কিত এই চেয়ারম্যান।

 

শ্রীনি ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট পদেও ছিলেন। তবে আইপিএল দুর্নীতিতে তার সংশ্লিষ্ঠতার অভিযোগ উঠলে, তাকে এক পর্যায়ে বাধ্য হয়েই দায়িত্ব ছাড়তে হয়।

এদিকে ক্রিকেট বিশ্ব ও ভারতবর্ষে শ্রীনি সমালোচনার শিকার হলেও তামিলে তিনি বেশ জনপ্রিয় ক্রিকেট সংগঠক। ফলে ২০০২ সালে প্রদেশটির প্রথম প্রেসিডেন্ট হওয়া সত্বেও আবার নির্বাচিত হলেন তিনি।

শ্রীনির প্রতিদ্বন্দ্বী হিসেবে নির্বাচনে দাঁড়িয়েছিলেন এসি মুথ্থিয়া। অন্যদিকে সেক্রেটারি হিসেবে এবারো নির্বাচিত হয়েছেন কাসি বিশ্বনাথ।

বাংলাদেশ সময়: ১৪০৭ ঘণ্টা, ২৬ জুন, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।