ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

আইপিএলে যত্নেই ছিলেন মুস্তাফিজ

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩১ ঘণ্টা, জুলাই ১, ২০১৬
আইপিএলে যত্নেই ছিলেন মুস্তাফিজ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম-ফাইল ফটো

ঢাকা: আইপিএল খেলে ভারত থেকে ফেরার পর খুব বেশি সংবাদমাধ্যমের মুখোমুখি হননি মুস্তাফিজুর রহমান। আইপিএলে খেলার অভিজ্ঞতার ব্যাপারে জানা যাচ্ছিলো না তেমন কিছু্ই।

শুক্রবার (০১ জুলাই) আইপিএল প্রসঙ্গে মুখ খুলেছেন মুস্তাফিজ। প্রথমবার আইপিএল খেলতে গিয়ে প্রথম কয়েকটা দিন খুব খারাপ লাগছিল তার। পরে অবশ্য মানিয়ে নিয়েছেন সবার সঙ্গে। পরম যত্নেই মুস্তাফিজকে রেখেছে সানরাইজার্স হায়দ্রাবাদের টিম ম্যানেজমেন্ট ও খেলোয়াড়রা।  

আইপিএল প্রসঙ্গে মুস্তাফিজ বলেন, ‘আইপিএলে একা ছিলাম। এখানে যেমন দেশের সবাই আমরা ভাইয়ের মতোই। পার্থক্য বুঝি না। আমি দলে সবার ছোট বলে সবাই আদর করে। খুব ভালো লাগে আমার। ওখানেও সবাই যত্ন করতো। প্রথম দুই-একদিন খারাপ লেগেছে একা একা। পরে দেখলাম সবাই আমার সঙ্গে কথা বলছে, হাসিখুশি.. পরে ভালোই চলেছে। ’

আইপিএল খেলতে গিয়ে ব্যতিক্রমী আরেকটি অভিজ্ঞতা হয়েছে মুস্তাফিজের। মুস্তাফিজের ধারণা ছিল, সবচেয়ে বড় জুতো পরে হয়তো তিনিই খেলেন। এ ধারণা ভেঙেছে ভারতীয় ক্রিকেটার ইরফান পাঠানের জুতো পায়ে দিয়ে!

বাংলাদেশ দলের মধ্যে সবচেয়ে বড় সাইজের (১২) জুতো পড়েন মুস্তাফিজ। ইরফান পাঠান পড়েন আরও বড় (১৫), ‘আমার জুতোর সাইজ ১২। বাংলাদেশ দলে সবচেয়ে বড় জুতোর সাইজ আমারই। মাশরাফি ভাইয়ের ১১। ইরফান পাঠানের জুতো পায়ে দিয়ে দেখেছিলাম। বিশাল বড়। ওর জুতোর সাইজ ১৫। এক হাতের মতো লম্বা! আমি পা ঢুকিয়ে দেখলাম অনেক বড় হয়! আমি ভেবেছিলাম আমার জুতোর সাইজই হয়তো সবচেয়ে বড়। ওরটা দেখে বুঝলাম আমারটা কত ছোট!’

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, জুলাই ০১, ২০১৬
এসকে/এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।