ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ক্যারিবীয় দলে বাদ পড়লেন রামদিন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৯ ঘণ্টা, জুলাই ১২, ২০১৬
ক্যারিবীয় দলে বাদ পড়লেন রামদিন দিনেশ রামদিন-ছবি:সংগৃহীত

ঢাকা: ভারতের বিপক্ষে ঘরের মাঠে চার ম্যাচ টেস্ট খেলতে দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। তবে জেসন হোল্ডারের নেতৃত্বে এই দল থেকে বাদ পড়েছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান দিনেশ রামদিন।

২১ আগস্ট থেকে অ্যান্টিগায় শুরু হওয়া প্রথম টেস্টে আগে দল নির্বাচনে কেন রামদিনকে রাখা হয়নি সে বিষয়ে অবশ্য কিছু জানায়নি বোর্ড। তবে অভিজ্ঞ রামদিন নিজের টুইটার অ্যাকাউন্টে জানান নির্বাচক তাকে জানিয়েছে তার ব্যাটিং গড় ভালো নয়।

রামদিন সর্বশেষ দেশের মাটিতে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকাকে নিয়ে ত্রি-দেশীয় ওয়ানে সিরিজে খেলেছিলেন। যেখানে ক্যারিবীয়রা অজিদের বিপক্ষে ফাইনালে খেলে রানারআপ হয়েছিল।

এদিকে এই দলে বাদ দেওয়া হয়েছে ফাস্ট বোলার জেরম টেইলরকেও। আর দল থেকে বাদ যাওয়ার ফলে সাদা পোশাকে ক্যারিয়ারের ইতি টেনেছেন তিনি।

ওয়েস্ট ইন্ডিজ দল:

জেসন হোল্ডার (অধিনায়ক), ক্রেইগ ব্রাথওয়েট, দেবেন্দ্র বিশু, জার্মেইন ব্ল্যাকউড, কার্লোস ব্র্যাথওয়েইট, ড্যারেন ব্রাভো, রাজেন্দ্র চন্দ্রিকা, রোস্টন চেজ, শেন ডোরউইচ, শ্যানন গ্যাব্রিয়েল, লিওন জনসন, মারলন স্যামুয়েলস

খেলার সূচি:

জুলাই ২১-২৫: স্যার ভিভিয়ান রিচার্ডস ক্রিকেট গ্রাউন্ড, অ্যান্টিগুয়া।

জুলাই ৩০ আগস্ট ০৩: সাবিনা পার্ক, জ্যামাইকা।

আগস্ট ৯-১৩: ড্যারেন স্যামি জাতীয় ক্রিকেট গ্রাউন্ড, সেন্ট লুসিয়া।

আগস্ট ১৮-২২: কুইন্স পার্ক ওভাল, ত্রিনিদাদ ও টোবাগো।

বাংলাদেশ সময়: ১৩০৫ ঘণ্টা, ১২ জুলাই, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।