ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ভিসার অপেক্ষায় মুস্তাফিজ

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০১ ঘণ্টা, জুলাই ১২, ২০১৬
ভিসার অপেক্ষায় মুস্তাফিজ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর (ফাইল ফটো)

ঢাকা: সব শঙ্কা পেছনে ফেলে ইংল্যান্ডের কাউন্টি ক্লাব সাসেক্সে যোগ দিতে পুরোপুরি প্রস্তুত ‘কাটার মাস্টার’ মুস্তাফিজুর রহমান। তবে ইংল্যান্ডের ভিসা এখনও না পাওয়ায় অপেক্ষা বাড়ছে এ বাঁহাতি পেসারের।

গতকাল (১১ জুলাই) ভিসার জন্য আবেদন করলেও মঙ্গলবার (১২ জুলাই) পর্যন্ত খবর,  ভিসা এখনও প্রক্রিয়াধীন অবস্থায় রয়েছে।

তবে বিসিবি সূত্রে জানা গেছে, ইংল্যান্ডে যাওয়ার টিকিট বুক করে রাখা হয়েছে। ভিসা হয়ে গেলেই ইংল্যান্ডের বিমানে চড়তে পারবেন মুস্তাফিজ। ঈদের ছুটির কারণেই নাকি ভিসা পেতে এই বিলম্ব।

ভিসা পেলে আগামীকাল রাতেই ইংল্যান্ডের উদ্দেশে রওয়ানা হতে পারবেন মুস্তাফিজ। আগামী ১৫ জুলাই হ্যাম্পশায়ারের বিপক্ষে ন্যাটওয়েস্ট টি-টোয়েন্টি ব্লাস্টে অভিষেক হতে পারে তার।

আইপিএল মাতিয়ে আসা মুস্তাফিজের সাসেক্সে খেলতে যাওয়া নিয়ে আলোচনা কম হয়নি।   আইপিএল থেকে ফিরেছিলেন হ্যামস্ট্রিং ও অ্যাঙ্কেলের চোট নিয়ে। সঙ্গে শারীরিক দুর্বলতা ও মানসিক অবসাদ মিলিয়ে তার ইংল্যান্ড যাওয়া অনিশ্চিত মনে হচ্ছিল। সব বাধা টপকে ইংল্যান্ডে যাওয়ার জন্য প্রস্তুত মুস্তাফিজুর রহমান। এ তরুণকে দলে পেতে মুখিয়ে আছেন সাসেক্সের অধিনায়ক লুক রাইট।

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, ১২ জুলাই ২০১৬
এসকে/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।