ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

অজিদের বোলিং পরামর্শক হলেন মুরালি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৫ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৬
অজিদের বোলিং পরামর্শক হলেন মুরালি ছবি:সংগৃহীত

ঢাকা: আসছে শ্রীলঙ্কা সফরে আট-ঘাট বেধেই নামছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। তাইতো দ্বিতীয় লঙ্কান সাবেক ক্রিকেটার হিসেবে মুত্তিয়া মুরালিধরনকে পরামর্শক করলো অজিরা।

মুরালিকে বোলিং পরামর্শক হিসেবে নেওয়ার ব্যাপারটি নিশ্চিত করেছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভেন স্মিথ।

 

এক সপ্তাহ আগে অজিরা শ্রীলঙ্কার রাজধানী কলম্বোয় অনুশীলন শুরু করেছে। এর আগে পাল্লেকেলেতে প্রথম টেস্ট শুরুর আগে ব্রিসবেনে কিছু ক্রিকেটারের সঙ্গে কাজ করেছেন লঙ্কান সাবেক ব্যাটসম্যান থিলান সামারাবিরা।

মুরালিকে দলে নেওয়া প্রসঙ্গ স্মিথ বলেন, ‘শ্রীলঙ্কায় মুরালির অভিজ্ঞতা অসাধারণ। তার কাছে উইকেটের পাহাড় আছে। তার মতো তারকার কাছ থেকে শিখতে পারাটা দারুণ হবে। সে আমাদের সঙ্গে বর্তমানে কাজ করছে। ’

এদিকে মুরালি এর আগেও অজি দলের সঙ্গে স্বল্প সময়ের জন্য কাজ করেছিলেন। ২০১৪ সালে সংযুক্ত আরব আমিরাতে পাকিস্তানের বিপক্ষে ছিলেন তিনি। সেবার মুরালি নাথান লিওন ও স্টিভ ও’কিফের সঙ্গে কাজ করেছিলেন। আর এবারও তারা দলের সঙ্গে রয়েছেন।

২৬ জুলাই দু’দলের মধ্যে প্রথম টেস্ট অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১০২২ ঘণ্টা, ১৪ জুলাই, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।