ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

এন্টি-ডোপিং শুনানির মুখে আন্দ্রে রাসেল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪১ ঘণ্টা, জুলাই ১৫, ২০১৬
এন্টি-ডোপিং শুনানির মুখে আন্দ্রে রাসেল ছবি: সংগৃহীত

ঢাকা: আগামী ২০ জুলাই জ্যামাইকায় স্বাধীন এন্টি-ডোপিং ডিসিপ্লিনারি প্যানেলের মুখোমুখি হতে যাচ্ছেন আন্দ্রে রাসেল। ওয়েস্ট ইন্ডিজ তারকার বিরুদ্ধে আগেই ডোপিং আইন লঙ্ঘনের অভিযোগ ওঠেছিল।

এর প্রেক্ষিতেই প্রাথমিক শুনানি অনুষ্ঠিত হবে।

তার আইনজীবী প্যাট্রিক ফোস্টার এমনটিই নিশ্চিত করেছেন। আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সকে তিনি বলেন, ‘এই বিষয়টি নিয়ে আগামী সপ্তাহের বুধবার (২০ জুলাই) শুনানির দিন চূড়ান্ত। শুনানিতে প্রাথমিক বিষয়গুলো বিশ্লেষণ করা হবে। তথ্যপ্রমাণ উত্থাপন করা হবে অন্য তারিখে। ’

গত মার্চে জ্যামাইকা এন্টি-ডোপিং কমিশন (জ্যাডকো) নিশ্চিত করেছিল, ১২ মাসের মধ্যে তিনটি ডোপ টেস্ট মিস করেন রাসেল, যা নাকি ডোপিং আইন অনুযায়ী পরীক্ষায় ব্যর্থ হওয়ার সমান।

ওয়ার্ল্ড এন্টি-ডোপিং এজেন্সির নিয়ম অনুযায়ী, নিষিদ্ধ কোন পদার্থ (মাদবদ্রব্য) নিয়ে থাকলে পরীক্ষার সুবিধার্থে অ্যাথলেটদের তা স্থানীয়  অ্যান্টি-ডোপিং এজেন্সিকে অবগত করা আবশ্যক। পজিটিভ প্রমাণিত হলে দুই বছরের নিষেধাজ্ঞার আওতায় পড়তে পারেন রাসেল।

জ্যাডকোর’র ইন্ডিপেন্ডেন্ট ডিসিপ্লিনারি প্যানেল চেয়ারম্যান কেন্ট প্যান্টরি রয়টার্সকে বলেছিলেন, ‘প্রায় দু’সপ্তাহ আগে রাসেলের বিষয়টি (ডোপিং আইন লঙ্ঘন) সম্পর্কে আমাদের অবগত করা হয়েছে। এর শুনানির জন্য আমি একটি প্যানেল নিযুক্ত করেছি। ’

টি-২০ ক্রিকেটে সাম্প্রতিক সময়ের অন্যতম সেরা খেলোয়াড় ২৮ বছর বয়সী রাসেল। বিস্ফোরক অলরাউন্ডার হিসেবে ইতোমধ্যেই বেশ খ্যাতি পেয়েছেন। খেলে বেড়াচ্ছেন বিশ্বব্যাপী ঘরোয়া টি-২০ লিগগুলোতে।

ওয়েস্ট ইন্ডিজের ২০১৬ টি-২০ বিশ্বকাপ জয়ে রাসেলের অবদান ছিল চোখে পড়ার মতো। বর্তমানে সাকিব-গেইলের জ্যামাইকা তালাওয়াশের হয়ে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) খেলছেন তিনি। কিন্তু, ডোপিং কেলেঙ্কারিতে জড়িয়ে তার ক্যারিয়ারই এখন হুমকির মুখে!

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, জুলাই ১৫, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।