ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

সর্বকালের সেরা অধিনায়কের তালিকায় মাশরাফি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৮ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৬
সর্বকালের সেরা অধিনায়কের তালিকায় মাশরাফি বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: নিঃসন্দেহে বাংলাদেশের সেরা অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। যার নেতৃত্বে টাইগাররা শুধুমাত্র আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতেই খেলার যোগ্যতা অর্জন করেনি, সেই সঙ্গে দ্বি-পাক্ষিক সিরিজে পাকিস্তান, ভারত ও দক্ষিণ আফ্রিকার মতো শক্তিশালী দলকে হারিয়েছে।

সর্বশেষ এশিয়া কাপ টি-টোয়েন্টি’র ফাইনালে নড়াইল এক্সপ্রেসের অধীনেই খেলেছিল বাংলাদেশ।

মাশরাফির এমন অভাবনীয় সাফল্যের পর তিনি বর্তমানে সর্বকালের সেরা ওয়ানডে অধিনায়কের তালিকাতেও পৌঁছে গেছেন। এ তালিকায় তার ওপরে রয়েছেন শুধুমাত্র ক্লাইভ লয়েড, হেনসি ক্রোনিয়া ও রিকি পন্টিং।

অন্তত ২৫টি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন এমন পরিসংখ্যানে ম্যাচ জয়ের শতাংশে মাশরাফির পেছনে এমনকি রয়েছেন ভারতের সর্বকালের সেরা অধিনায়ক মাহেন্দ্র সিং ধোনিও। তালিকায় ম্যাশের অবস্থান চতুর্থ। আর ধোনি রয়েছেন ১৫তম স্থানে।

সর্বকালের সেরা ৫ ওয়ানডে অধিনায়কের তালিকা:

১. ক্লাইভ লয়েড: ৮৪ ম্যাচ, ৬৪ জয়, ১৮ পরাজয়, ৭৭.৭১ শতাংশ জয়।
২. রিকি পন্টিং: ২৩০ ম্যাচ, ১৬৫ জয়, ৫১ পরাজয়, ৭৬.১৪ শতাংশ জয়।
৩. হ্যানসি ক্রোনিয়া: ১৩৮ ম্যাচ, ৯৯ জয়, ৩৫ পরাজয়, ৭৩.৭০ শতাংশ জয়।
৪. মাশরাফি বিন মর্তুজা: ২৮ ম্যাচ, ২০ জয়, ৮ পরাজয়, ৭১.৪২ শতাংশ জয়।
৫. মাইকেল ক্লার্ক: ৭৪ ম্যাচ, ৫০ জয়, ২১ পরাজয়, ৭০.৪২ শতাংশ জয়।

পরের ১০ সফল অধিনায়কদের শতাংশ:

৬. স্টিভ ওয়াহ ৬৫.২৩
৭. স্যার ভিভ রিচার্ডস ৬৫.০৪
৮. গ্রায়েম স্মিথ ৬৪.২৩
৯. শন পোলক ৬৪.০৬
১০. ওয়াকার ইউনুস ৬১.৬৬
১১. ওয়াসিম আকরাম ৬১.৪৬
১২.ইনজামাম-উল-হক ৬১.৪৬
১৩. অ্যালান বর্ডার ৬১.৪২
১৪. এবি ডি ভিলিয়ার্স ৬০.৯৫
১৫. মাহেন্দ্র সিং ধোনি ৬০.০০

বাংলাদেশ সময়: ১১৫৪ ঘণ্টা, ১৬ জুলাই, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।