ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

প্রথম শ্রীলঙ্কান হিসেবে আইসিসি হল অব ফেমে মুরালি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫২ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৬
প্রথম শ্রীলঙ্কান হিসেবে আইসিসি হল অব ফেমে মুরালি ছবি: সংগৃহীত

ঢাকা: বর্ণাঢ্য ক্যারিয়ারের আরেকটি স্বীকৃতি পেলেন মুত্তিয়া মুরালিধরন। শ্রীলঙ্কার প্রথম ক্রিকেটার হিসেবে আইসিসি হল অব ফেমে নির্বাচিত হয়েছেন সাবেক স্পিন কিংবদন্তি।

এ বছরের শেষের দিকে ইংল্যান্ডের প্রয়াত ফাস্ট বোলার জর্জ লোহম্যান, প্রয়াত অস্ট্রেলিয়ান ওপেনার আর্থার মরিস ও সাবেক অজি নারী অধিনায়ক কারেন রোল্টনের সঙ্গে আনুষ্ঠানিকভাবে মর্যাদাপূর্ণ এ তালিকায় অধিষ্ঠিত হবেন ৯৬’র বিশ্বকাপ জয়ী।

টেস্ট ও ওয়ানডে ক্রিকেটের দুই ফরমেটেই সর্বোচ্চ উইকেটশিকারি মুরালিধরন। আন্তর্জাতিক ক্রিকেটে ১ হাজার উইকেট সংগ্রাহকের অভিজাত তালিকায় দু’জনের মধ্যে তিনি একজন (৪৯৫ ম্যাচে ১৩৪৭)। অজি স্পিন লিজেন্ড শেন ওয়ার্নের উইকেট সংখ্যা ৩৩৯ ম্যাচে ১০০১টি।

প্রায় ১৯ বছরের (১৯৯২-২০১১) দীর্ঘ ক্যারিয়ারে ১৩৩ টেস্টে ৮০০ এবং ৩৫০ ওয়ানডেতে ৫৩৪টি উইকেট নিয়েছেন মুরালিধরন। ১৯৯২ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে কলম্বো টেস্ট দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে পা রাখেন তিনি। মুম্বাইয়ে ২০১১ সালের এপ্রিলে ভারতের বিপক্ষে ওয়ানডে বিশ্বকাপ ফাইনাল দিয়ে আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানেন কালজয়ী এ অফস্পিনার।

আইসিসির প্রধান নির্বাহী ডেভিড রিচার্ডসন বেশ উচ্ছ্বাসই প্রকাশ করেন, ‘এ তালিকায় আমরা ভিন্ন যুগের খুব বিখ্যাত কয়েকজনের নাম পেয়েছি। আধুনিক যুগে মুরালিধরন অন্যতম সেরা। লোহম্যান ও মরিস তাদের সময়ে অসাধারণ পারফরমার ছিলেন। রোল্টনের পারফরম্যান্স সাম্প্রতিক এবং এমন সময়ে এসেছে যখন নারীদের ক্রিকেট খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়ে উঠে। ’

বাংলাদেশ সময়: ১৭৫১ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।