ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ক্যারিবীয় দলে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ তারকা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৯ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৬
ক্যারিবীয় দলে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ তারকা আলজারি জোসেফ/ছবি: সংগৃহীত

ঢাকা: বাংলাদেশে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ১৩টি উইকেট নিয়ে সামর্থ্যের জানান দেন চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের আলজারি জোসেফ। এবার তারই পুরস্কার পেলেন।

জাতীয় দলের স্কোয়াডে অভিষিক্ত হয়েছেন ১৯ বছর বয়সী ডানহাতি পেসার।

ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টের দলে সুযোগ পেয়েছেন জোসেফ। এছাড়া আর কোনো পরিবর্তন আনেননি ক্যারিবীয় নির্বাচকরা। ফলে স্কোয়াডে থাকা খেলোয়াড়দের সংখ্যা গিয়ে দাঁড়ালো ১৪ জনে।

আগামী ৩০ জুলাই (শনিবার) চার ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয়টি শুরু হবে। স্বাগতিকদের সামনে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ। অ্যান্টিগা টেস্টে টিম ইন্ডিয়ার কাছে ইনিংস ও ৯২ রানে হারের লজ্জায় ডোবেন ব্রাভো-স্যামুয়েলসরা।

অভিষিক্ত জোসেফ এখন পর্যন্ত সিনিয়র লেভেলে ১২টি ম্যাচ খেলেছেন। এর মধ্যে প্রথম শ্রেণির ক্রিকেটে আট ম্যাচে ২৪ বার উইকেট উদযাপনে মাতেন। বাকি চার ম্যাচের মধ্যে একটি লিস্ট ‘এ’ ও তিনটি টি-২০ ম্যাচ।

জ্যামাইকা টেস্টের ও. ইন্ডিজ দল: জ্যাসন হোল্ডার (অধিনায়ক), ক্রেইগ ব্রাথওয়েট, রাজেন্দ্র চন্দ্রিকা, ড্যারেন ব্রাভো, মারলন স্যামুয়েলস, জারমেইন ব্ল্যাকউড, রোস্টন চেজ, শেন ডোউরিচ (উইকেটরক্ষক), কার্লোস ব্রাথওয়েট, দেবেন্দ্র বিশু, শ্যানন গ্যাব্রিয়েল, লিওন জনসন, মিগুয়েল কামিন্স, আলজারি জোসেফ।

বাংলাদেশ সময়: ১২১৭ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।