ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বাংলাদেশের বিপক্ষে ইংলিশদের চিন্তায় সাকলাইন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৪ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৬
বাংলাদেশের বিপক্ষে ইংলিশদের চিন্তায় সাকলাইন ছবি:সংগৃহীত

ঢাকা: ইংল্যান্ডের আসছে বাংলাদেশ সফর নিয়ে এখনও অনিশ্চয়তা কাটেনি। তবে বসে নেই দলটি।

বাংলাদেশের উইকেটে সবসময় স্পিনাররা সাফল্য পায়। তাই সাবেক পাকিস্তানি কিংবদন্তি স্পিনার সাকলাইন মুশতাককে স্পিন বোলিং পরামর্শক হিসেবে রেখে দিতে চাচ্ছে ইংলিশরা।

সাকলাইন বর্তমানে ইংলিশ দলেরই পরামর্শক হিসেবে কাজ করছেন। তার অধীনে সর্বশেষ ওল্ড ট্রাফোর্ডে সাফল্যও পেয়েছে দলটি। দলের ৩৩০ রানের বিশাল জয়ের পেছনে দারুণ অবদান রেখেছিলেন অফ স্পিনার মঈন আলী। তাই ভবিষ্যত সফরের কথা চিন্তা করে সাকলাইনকে দলে রাখার ব্যাপারে গুরুত্ব দিচ্ছেন প্রধান কোচ ট্রেভর বেইলিস। দলের আরেক স্পিনার হিসেবে রয়েছেন আদিল রশিদ।

এদিকে বাংলাদেশ সফরের পর ইংল্যান্ডের ভারতেও সফর রয়েছে। যেটি বেশ দীর্ঘ সফর। আর এই সফরে ইংলিশরা খেলবে দুই ধাপে। ক্রিসমাসের আগে ও পরে খেলবে তারা। তবে দুটি সফর এখনও নিরাপত্তার কারণে নিশ্চিত করা হয়নি।

যদি সিরিজগুলো নিশ্চিত হয় তবে কোচ বেইলিস ইংল্যান্ড ক্রিকেট বোর্ড ও বোর্ডের ডিরেক্টর অ্যান্ড্রু স্ট্রসের কাছে সাকলাইনকে আরও সময় দলের সঙ্গে রাখার ব্যাপারে অনুরোধ জানাবেন। যাতে করে বিশ্বসেরা এ স্পিনারের দ্বারা দল উপকৃত হয়।

বেইলিস জানান, ‘মঈন ও রশিদ দু’জনেই সাকলাইনের সঙ্গে কাজ করে বেশ উপভোগ করছেন। এটা দারুণ একটা ব্যাপার আর আমরা তার সঙ্গে আরও কাজ করতে আগ্রহী। ’

চলতি বছর বাংলাদেশ ও ইংল্যান্ডের মধ্যে একটি পূর্ণাঙ্গ সিরিজ হওয়ার কথা রয়েছে।

বাংলাদেশ সময়: ১২৪০ ঘণ্টা, ২৮ জুলাই, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।