ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

আয়ের তালিকায় শীর্ষে হাফিজ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৮ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৬
আয়ের তালিকায় শীর্ষে হাফিজ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর (ফাইল ফটো)

ঢাকা: বোলিংয়ে আপাতত নিষিদ্ধই আছেন পাকিস্তানের সিনিয়র অলরাউন্ডার মোহাম্মদ হাফিজ। ২০১৫-১৬ মৌসুমে পাকিস্তানি ক্রিকেটারদের মধ্যে আয়ের তালিকায় শীর্ষে এই হাফিজ।

শহীদ আফ্রিদি, মিসবাহ উল হক, ইউনিস খান, শোয়েব মালিকদের টপকে আয়ের দিক দিয়ে শীর্ষে রয়েছেন হাফিজ।

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) দেশটির ক্রিকেটারদের ২০১৫-১৬ মৌসুমের আয়ের তালিকা প্রকাশ করেছে। তালিকা পাকিস্তানি ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ আয়ের মালিক হয়ে বেশ চমকই দেখালেন হাফিজ। ২০১৫-১৬ মৌসুমে হাফিজের আয়ের পরিমাণ হলো ৩৯ মিলিয়ন রুপি।

ক্রিকেটের তিন ফরমেটে খেলা (বোর্ডের সঙ্গে চুক্তিবদ্ধ) ৪৬ ক্রিকেটারের আয়ের তালিকা প্রকাশ করেছে পিসিবি। পাকিস্তানের ক্রীড়া মন্ত্রণালয় ও বোর্ড থেকে ক্রিকেটের সব ফরমেট মিলিয়ে বর্তমান ক্রিকেটারদের প্রায় ৫৫০ মিলিয়ন রুপি দেওয়া হয়।

সিনিয়র ক্রিকেটার হাফিজের পরেই আছেন টি-টোয়েন্টির নতুন দলপতি সরফরাজ আহমেদ। প্রায় ৩৩ মিলিয়ন রুপি আয় করেছেন তিনি। শুধুমাত্র টি-টোয়েন্টি ফরমেটে খেলা আফ্রিদির আয় ছিল ১৮ মিলিয়ন রুপি।

তালিকা অনুযায়ী পাকিস্তানের ক্রিকেটাররা:
মোহাম্মদ হাফিজ (৩৯ মিলিয়ন রুপি), সরফরাজ আহমেদ (৩৩ মিলিয়ন রুপি), আজহার আলী (৩০ মিলিয়ন রুপি), ওয়াহাব রিয়াজ (২৯ মিলিয়ন রুপি), আহমেদ শেহজাদ (২৮ মিলিয়ন রুপি), শোয়েব মালিক (২৬ মিলিয়ন রুপি), ইউনিস খান (২৪ মিলিয়ন রুপি), মিসবাহ-উল-হক (২৪ মিলিয়ন রুপি), , আসাদ শফিক (২০ মিলিয়ন রুপি), উমর আকমল (১৮ মিলিয়ন রুপি), রাহাত আলী (১৭ মিলিয়ন রুপি), মোহাম্মদ ইরফান (১৫ মিলিয়ন রুপি), রিজওয়ান (১৪ মিলিয়ন রুপি), জুনায়েদ খান (১৩ মিলিয়ন রুপি), আনোয়ার আলী (১২ মিলিয়ন রুপি) এবং জুলফিকার বাবর (১১ মিলিয়ন রুপি)।

বাংলাদেশ সময়: ১৪৪৫ ঘণ্টা, ২৮ জুলাই ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।