ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

মোস্তাফিজের কাঁধে অস্ত্রোপচারের পরামর্শ

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪০ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৬
মোস্তাফিজের কাঁধে অস্ত্রোপচারের পরামর্শ

ঢাকা: সাসেক্সের হয়ে ইংল্যান্ডের টি-টোয়েন্টি ব্লাস্টে খেলতে গিয়ে কাঁধের ইনজুরিতে পড়া টাইগার পেসার মোস্তাফিজুর রহমানকে অস্ত্রোপচারের পরামর্শ দিয়েছেন ইউনিভার্সিটি অব গ্রিনউইচের শল্যবিদ টনি কোচার। একই মত বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরীর।

শুক্রবার (২৯ জুলাই) দেবাশীষ জানান, ‘মোস্তাফিজের অস্ত্রোপচার করা লাগবে, এ ব্যাপারে বিসিবির কর্মকর্তারা আমাদের পরামর্শ নিয়েছেন। আমরা ওখানকার ডাক্তারদের সাথে আলাপ করেছি। তারা যে কোনো সময় অস্ত্রোপচার করার জন্যে প্রস্তুত আছেন। ’

তিনি আরও জানান, ‘মোস্তাফিজের সুচিকিৎসা নিশ্চিত করতে ইংল্যান্ডের পাশাপাশি কথা হচ্ছে অস্ট্রেলিয়ার চিকিৎসকদের সাথেও। তবে লন্ডনের ইউনিভার্সিটি অব গ্রিনউইচের বিশেষজ্ঞ চিকিৎসক টনি কোচারকেই  এ ব্যাপারে বেশি ভালো বলে মনে করছি। ’

আগের এমআরআইতেই মোস্তাফিজের কাঁধের স্ল্যাপে (সুপিরিয়র ল্যাব্রাম অ্যান্টিরিয়র অ্যান্ড পোস্টিরিয়র) সমস্যা ধরা পড়ে। গতকাল এমআরআই অর্থোগ্রামের রিপোর্ট দেখে ডাক্তাররা নিশ্চিত হন, এটি টাইপ-২ শ্রেণির চোট, যেটার পূর্ণ চিকিৎসা সম্ভব কেবল অস্ত্রোপচারেই।

কবে, কোথায় অস্ত্রোপচার হবে সেটি চিকিৎসকের সঙ্গে জাতীয় দলের কোচ-ফিজিওদের আলোচনার পর সে সিদ্ধান্তটি হয়ে যাওয়ার কথা আগামীকালের মধ্যেই।

অস্ত্রোপচারের পর সুস্থ হয়ে মাঠে ফিরতে প্রায় ছয় মাস সময় লাগবে মোস্তফিজের। তাই অক্টোবরে ইংল্যান্ড সিরিজ, ডিসেম্বরে নিউজিল্যান্ড সিরিজ অনেকটাই অনিশ্চিত কাটার মাস্টারের।

এ ব্যাপারে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস জানান, ‘পেইন কিলার দিয়ে মোস্তাফিজকে খেলোনোর চেষ্টা করা হলে সেটি ভুল সিদ্ধান্ত হবে। দেখা যাবে ম্যাচের ভেতর আবার ব্যথা অনুভব করছে। ওর ক্যারিয়ার যেহেতু শুরুর দিকে, তাই এখনই অস্ত্রোপচার হয়ে যাওয়া ভালো। ’

বাংলাদেশ সময়: ১৬৩৯ ঘণ্টা, ২৯ জুলাই ২০১৬
এসকে/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।