ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বিজয়ের পরিবর্তে ভারতীয় দলে রাহুল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৬ ঘণ্টা, জুলাই ৩০, ২০১৬
বিজয়ের পরিবর্তে ভারতীয় দলে রাহুল লোকেশ রাহুল-ছবি:সংগৃহীত

ঢাকা: ইনজুরির কারণে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে স্যাবাইনা পার্কে অনুষ্ঠিত দ্বিতীয় টেস্টে ছিটকে পড়েছেন ভারতীয় ওপেনার মুরালি বিজয়। অ্যান্টিগায় দু’দলের প্রথম টেস্টে আঙ্গুলে চোট পান তিনি।

বিজয়ের পরিবর্তে দ্বিতীয় টেস্টে সুযোগ পাচ্ছেন লোকেশ রাহুল।

রাহুল এখন পর্যন্ত জাতীয় দলের হয়ে পাঁচটি টেস্ট খেলেছেন। যেখানে তার দুটি সেঞ্চুরি রয়েছে। ক্যারিয়ারের দ্বিতীয় টেস্টেই তিনি অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদের মাটিতেই তিন অঙ্কের দেখা পান। তবে দলে অন্য ওপেনাররা ভালো পারর্ফম করায় মাঠে নামার সুযোগ মিলছিল না তার।

এদিকে এই একটি পরিবর্তন ছাড়া ভারতীয় দল অপরিবর্তীত থাকছে। এমনটিই জানিয়েছেন দলের অধিনায়ক বিরাট কোহলি। তিনি আরও জানান প্রথম টেস্টের মতো এই ম্যাচেও আধিপত্য বজায় রাখবে তারা। সর্বশেষ স্যাবাইনা পার্কে ২০১১ সালে ৬৩ রানে জয় পেয়েছিল ভারত।

চলমান সিরিজের প্রথম টেস্টে ভারত স্বাগতিকদের ইনিংস ও ৯২ রানে হারিয়েছিল। ম্যাচে ডাবল সেঞ্চুরি করেন কোহলি। আর প্রথম ইনিংসে সেঞ্চুরি ও দ্বিতীয় ইনিংসে সাত উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছিলেন রবিচন্দ্রন অশ্বিন।

আজ (৩০ জুলাই) অনুষ্ঠিত হবে দ্বিতীয় টেস্ট।
 
বাংলাদেশ সময়: ১১৫২ ঘণ্টা, ৩০ জুলাই, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।