ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

কঠিন জেনেও সুযোগের অপেক্ষায় বিজয়

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০২ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৬
কঠিন জেনেও সুযোগের অপেক্ষায় বিজয় ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর (ফাইল ফটো)

ঢাকা: ওয়ানডে ফরম্যাটে ওপেনিং পজিশনটা একরকম পাকাই করে ফেলেছিলেন এনামুল হক বিজয়। অল্প সময়ের ব্যবধানে তিনটি সেঞ্চুরি করে তামিম ইকবালের যোগ্য সঙ্গীও হয়ে উঠেছিলেন এ তরুণ।

কিন্তু ২০১৫ বিশ্বকাপে নেলসনে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচে কাঁধের ইনজুরি থামিয়ে দেয় বিজয়ের হাসি।

জাতীয় দলে বিজয়ের অনুপস্থিতিতে সৌম্য সরকার নিজেকে প্রমাণ করে ছাড়িয়ে গেছেন অন্য ওপেনারদের। ছোট সংস্করণে তামিমের সঙ্গী হিসেবে এখন ‘অটোমেটিক চয়েজ’ সৌম্যই। তাইতো ওয়ানডে ফরম্যাটে আর ফেরা হয়নি উইকেটরক্ষক-ব্যাটসম্যান এনামুল হক বিজয়ের।

এক বছরেরও বেশি সময় ধরে সুযোগের অপেক্ষায় রয়েছেন বিজয়। সুযোগ এলে তা কাজে লাগিয়ে আগের অবস্থানটা আরেকবার পাকা করতে ‍চান এ তরুণ।   পথটা যে কঠিন সেটিও মাথায় রাখছেন এ ডানহাতি ব্যাটসম্যান, ‘এখন জাতীয় দলের টপঅর্ডারে অনেক বেশি প্রতিযোগিতা। সবাই পারফর্ম করছে এটা অনেক ভালো ব্যাপার। আমি যখন ছিলাম না তখন জাতীয় দল অনেক ভালো খেলেছে। প্রতিযোগিতা অনেক বেশি ছিল। চেষ্টা করেছি প্রিমিয়ার লিগে ভালো খেলার। যতটুকু খেলেছি ভালো হয়েছে। যদি সুযোগ আসে অবশ্যই ভালো কিছু করবো। তবে পথটা অনেক কঠিন। ’

সুযোগ এলে নিজের সেরাটা দেয়ার অঙ্গীকার করলেন বিজয়। অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা, কোচ হাথুরুসিংহের কথায় উজ্জীবিত হচ্ছেন তিনি। কোচ-ক্যাপ্টেন নাকি সুযোগের জন্য অপেক্ষা করতে বলেছেন বিজয়কে। তার কথায় ফুটে উঠলো সেই বিষয়, ‘সিনিয়র ক্রিকেটারদের সঙ্গে সব সময় কথা হয়। মাশরাফি ভাই কিংবা কোচ হাথুরুসিংহের সঙ্গেও কথা হয়। তারা বলেছেন, তোমার জায়গায় তুমি ঠিক আছো। যখন সুযোগ আসবে চেষ্টা করবে ভালো খেলার। এই বিষয়টি আত্মবিশ্বাসী করে আমাকে। আমি চেষ্টা করবো সুযোগ আসলে আমার সেরাটা দেয়ার। ’

বিশ্বকাপে ফিল্ডিং করতে গিয়ে চোট পান এনামুল হক বিজয়। এরপর কাঁধে অস্ত্রোপচার করাতে হয়। সুস্থ হয়ে উঠতে উঠতেই জাতীয় দলে তার জায়গা হারিয়ে যায়। ওয়ানডেতে আর না ফিরতে পারলেও টি-টোয়েন্টিতে ফিরেছিলেন বিজয়। ২০১৫ সালের নভেম্বরে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে খেলেছিলেন তিনি। এরপর টি-টোয়েন্টি বিশ্বকাপে আবার জায়গা হারান এ ব্যাটসম্যান।

ইংল্যান্ড সিরিজের জন্য ঘোষিত ৩০ সদস্যের প্রাথমিক দলে আছেন বিজয়। শের-ই-বাংলা স্টেডিয়ামে সতীর্থদের সঙ্গে কঠোর অনুশীলন করছেন জাতীয় দলে ফেরার স্বপ্ন নিয়ে। তিনি জানান, ‘সামনে নেট সেশন হবে, ম্যাচও হয়তো হবে। ফিটনেসের ব্যাপার আছে। কোচ যদি পছন্দ করেন আর ব্যাটসম্যানদের ৬-৭ জনের মধ্যে যদি বিবেচনায় আসি তাহলে তো আমি সৌভাগ্যবান। ’

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, ৩১ জুলাই ২০১৬
এসকে/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।