ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

তাসকিনের অ্যাকশনে ত্রুটি দেখছে না রিভিউ কমিটি

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৩ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৬
তাসকিনের অ্যাকশনে ত্রুটি দেখছে না রিভিউ কমিটি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম-ফাইল ফটো

ঢাকা: আগামী মাসেই আইসিসি’র অনুমোদিত কোনো ল্যাবে বোলিং অ্যাকশনের পরীক্ষা দেবেন পেসার তাসকিন আহমেদ। তার আগে অ্যাকশন সম্পর্কে নিশ্চিত হতে বোলিং অ্যাকশন রিভিউ কমিটির কাছে পরীক্ষা দিলেন তাসকিন।

খালি চোখে দেখে এই পেসারের বোলিংয়ে কোনো সমস্য আছে বলে মনে হয়নি রিভিউ কমিটির বিশেষজ্ঞদের।  

আন্তর্জাতিক ক্রিকেটে বোলিংয়ে নিষিদ্ধ তাসকিনের অ্যাকশন শোধরানোর অগ্রগতি দেখতে রোববার (৩১ জুলাই) দুপুরে মিরপুরের একাডেমি মাঠে তাসকিনের বোলিং ক্যামেরাবন্দি করে রিভিউ কমিটি। ক্যামেরার সামনে ৪ ওভার বোলিং করেন এ ফাস্ট বোলার।  

ভিডিও ধারণের পুরো সময়টাই পর্যবেক্ষণ করেছেন বোলিং অ্যাকশন রিভিউ কমিটির দুই সদস্য গোলাম ফারুক সুরু ও ওমর খালেদ রুমি।

খালি চোখে দেখে তাসকিনের অ্যাকশনে কোনো সমস্য আছে বলে মনে হয়নি রুমির, ‘খালি চোখে যা দেখেছি মনে হচ্ছে একদম পারফেক্ট। কোনো সমস্যা নেই। আগে যা দেখছি, তখনও সমস্যা মনে হয়নি। জানি না কেন সাসপেক্ট করেছিল ওকে। যাই হোক, আজকে একদম পারফেক্ট। ’
 

টি-টোয়েন্টি বিশ্বকাপে অ্যাকশন নিয়ে প্রশ্ন ওঠার পর আইসিসির বোলিং পরীক্ষায় সমস্যা ধরা পড়েছিল তাসকিনের স্লোয়ার বাউন্সারে। এদিন তাসকিনের বাউন্সার দেখেও সমস্যা চোখে পড়েনি রিভিউ কমিটির এই বিশেষজ্ঞের। তিনি বলেন, ‘বাউন্সারে সমস্যা ছিল বলা হচ্ছে। আজকে দেখলাম বাউন্সারেও কোনো সমস্যা নেই। মাঠে নামলেও কোনো সমস্যা থাকবে বলে মনে হয় না। ’

প্রিমিয়ার লিগে অ্যাকশনে ত্রুটি রয়েছে বলে মনে হওয়ায় চার সদস্যের বোলিং অ্যাকশন রিভিউ কমিটি গঠন করে বিসিবি। তাসকিনের বিরুদ্ধে প্রিমিয়ার লিগে কোনো অভিযোগ ওঠেনি।

বিসিবির প্রযুক্তিগত সাপোর্ট থাকায় চূড়ান্ত পরীক্ষার আগে বোলিংয়ের নমুনা দেখতে পরীক্ষা দিলেন তাসকিন। এ সুযোগ পেয়ে দারুণ খুশি তাসকিন, ‘আমাদের দেশেও এখন উন্নত প্রযুক্তি ব্যবহার হচ্ছে। আমি এখন অনেক বেশি আত্মবিশ্বাসী। অনেক বিশেষজ্ঞ কাজ করছেন আমার সঙ্গে। তাদের মতামত ও আমার আত্মবিশ্বাস মিলিয়ে অনেক খু্শি আমি। ’

বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৬
এসকে/এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।