ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ম্যানচেস্টার যাচ্ছেন মোস্তাফিজ

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৩ ঘণ্টা, আগস্ট ২, ২০১৬
ম্যানচেস্টার যাচ্ছেন মোস্তাফিজ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর

ঢাকা: লন্ডনের ইউনিভার্সিটি অব গ্রিনউইচের শল্যবিদ টনি কোচারের পর  এবার ইংল্যান্ডের আরেক বিশেষজ্ঞ চিকিৎসক প্রফেসর লেনার্ড ফাঙ্ককে দেখাতে ম্যানচেস্টার যাচ্ছেন মোস্তাফিজুর রহমান।

বিসিবির একটি সূত্র থেকে জানা গেছে, বাংলাদেশ সময় রাত ৮টায় (স্থানীয় সময় বিকাল ৩টা) কাঁধের চোট সম্পর্কে পরামর্শ নিতে লন্ডন থেকে ম্যানচেস্টারে গিয়ে পৌঁছাবেন মোস্তাফিজ।

গত শুক্রবার (২৯ জুলাই)  মোস্তাফিজের কাঁধের চোট সারাতে অস্ত্রোপচারের পরামর্শ দেন টনি কোচার। তবে চূড়ান্ত সিদ্ধান্তের আগে লেনার্ড ফাঙ্কের সঙ্গে সরাসরি দেখা করতে যাচ্ছেন মোস্তাফিজ। গত সপ্তাহেই মোস্তাফিজের সব রিপোর্ট পাঠানো হয়েছিল অস্ট্রেলিয়ার চিকিৎসক গ্রেগ ও ম্যানচেস্টারের ফাঙ্কের কাছে।

টনি কোচার, লেনার্ড ফাঙ্ক নাকি গ্রেগ-কে করবেন কাটার মাস্টারের কাঁধের অস্ত্রোপচার, তা জানা যাবে দুই-একদিনের মধ্যেই।

উল্লেখ্য, ইংলিশ কাউন্টি লিগের ওয়ানডে ফরম্যাটে সাসেক্সের হয়ে খেলতে গিয়ে পুরনো কাঁধের চোট নতুন করে দেখা দেয় মোস্তাফিজুর রহমানের। সাসেক্সের হয়ে দুটি ম্যাচ খেলার পরই শেষ হয়ে মোস্তাফিজের কাউন্টি মিশন।

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, ০২ আগস্ট ২০১৬
এসকে/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।