ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

শুরু হচ্ছে বিচ ক্রিকেট ও একাডেমি টি-টোয়েন্টি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৯ ঘণ্টা, আগস্ট ২, ২০১৬
শুরু হচ্ছে বিচ ক্রিকেট ও একাডেমি টি-টোয়েন্টি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর

ঢাকা: টেকনাফ থেকে তেতুলিয়া, শহর থেকে গ্রাম। সর্বত্রই এখন ক্রিকেটের জয়ধ্বনি।

ফুটবল বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলা হলেও এই মুহূর্তে ক্রিকেটই যে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় খেলা সেটি নিয়ে কারো সন্দেহ নেই।

দেশের জনপ্রিয় এই খেলটিকে আরও জনপ্রিয় করতে এবং ক্রিকেটকে আরও সমৃদ্ধ করতে কক্সবাজারে আয়োজিত হতে যাচ্ছে বিচ ক্রিকেট ও একাডেমি কাপ টি-টোয়েন্টি টুর্নামেন্ট।

মিশুক ওয়ারিয়র্সের আয়োজনে জাতীয় দলের সাবেক ক্রিকেটারদের নিয়ে কক্সবাজার সমুদ্র সৈকতে গড়াবে বিচ ক্রিকেট। আর দেশের বিভিন্ন জেলা থেকে বাছাই করা তরুণ ৮টি দলকে নিয়ে কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে শুরু হবে একাডেমি কাপ টি-টোয়েন্টি।

২৬-২৯ আগস্ট অনুষ্ঠেয় এই টুর্নামেন্টকে সামনে রেখে রাজধানীর সীমান্ত স্কয়ারে উন্মোচন করা হয় বিচ ক্রিকেট ও একাডেমি কাপ টি-টোয়েন্টির ট্রফি।

সূচি অনুযায়ী ২৬, ২৭ ও ২৮ আগস্ট অনুষ্ঠিত হবে একাডেমি কাপ টি-টোয়েন্টি। আর সাবেকদের লাল ও সবুজ দল নিয়ে ২৯ আগস্ট অনুষ্ঠিত হবে বিচ ক্রিকেট।

মিশুক ওয়ারিয়র্সের আয়োজনে এটি একাডেমি কাপ টি-টোয়েন্টির ১৩তম ও বিচ ক্রিকেটের তৃতীয় আসর।

নানাবিধ ক্রিকেট টুর্নামেন্ট আয়োজনের পাশাপাশি লাল-সবুজের ক্রিকেটকে আরও গতিশীল করতে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ও অফিসিয়ালদের সংবর্ধনা দিয়েছে মিশুক ওয়ারিয়র্স। এছাড়াও কক্সবাজারকে দেশের প্রথম ও একমাত্র বিচ ভেন্যু করায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডকেও অভিনন্দন জানিয়েছে দেশের এই ক্রিকেট সংগঠনটি। সেই ধারাবাহিকতায় এদিনও অনুষ্ঠানের শেষে জাতীয় দলের সাবেক ক্রিকেটারদের সংবর্ধনা দেয় মিশুক ওয়ারিয়র্স।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক শফিকুল হক হীরা। আর সাবেকদের মধ্যে উপস্থিত ছিলেন হাবিবুল বাশার সুমন, জাভেদ ওমর বেলিম ও হান্নান সরকার।

বাংলাদেশ সময়: ১৮৪৬ ঘণ্টা, ২ আগস্ট ২০১৬
এইচএল/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।