ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

পাকিস্তানের নিরপেক্ষ ভেন্যু বাংলাদেশে চান ইউসুফ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৩ ঘণ্টা, আগস্ট ৩, ২০১৬
পাকিস্তানের নিরপেক্ষ ভেন্যু বাংলাদেশে চান ইউসুফ মোহাম্মদ ইউসুফ-ছবি:সংগৃহীত

ঢাকা: প্রায় সাত বছরের বেশি সময় ধরে কোনো ধরনের আন্তর্জাতিক ক্রিকেট আয়োজন করতে পারছে না পাকিস্তান। তাই নিজেদের দ্বিতীয় হোম ভেন্যু হিসেবে সংযুক্ত আরব আমিরাতকে বেছে নিয়েছে দলটি।

তবে আমিরাতে ধারাবাহিকভাবে খেলার কারণে ধ্বংস হচ্ছে পাকিস্তানের ক্রিকেট।

এমনই মন্তব্য করলেন দেশটির সাবেক অধিনায়ক মোহাম্মদ ইউসুফ। এ পর্যায়ে তিনি বাংলাদেশ বা শ্রীলঙ্কাকে নিরপেক্ষ ভেন্যু হিসেবে ভালো কন্ডিশন বলে জানিয়েছেন।  

এ প্রসঙ্গে পিটিআইকে দেওয়া এক সাক্ষাতকারে ইউসুফ বলেন, ‘আবুধাবি, শারজা ও দুবাইয়ে ফ্লাট ও লো-বাউন্স উইকেটে খেলার কারণে আমাদের খেলায় বাজে প্রভাব পড়ছে। আর আমরা যদি সেখানে আমাদের ক্রিকেট আয়োজনে সরে না আসতে পারি তবে হুমকির মুখে পড়বে পাকিস্তানের ক্রিকেট। ’

আমিরাতে পাকিস্তান শেষ ছয়-সাত বছরে খেলে বেশ সাফল্য পেয়েছে। তবে এতে করে দলটি পিছিয়ে পড়ছে বলেও ডানহাতি এ ব্যাটসম্যান বিশ্বাস করেন, ‘এখানে আমাদের অনেক রেকর্ড হয়েছে। তবে ক্রিকেটাররা অন্য যে কোনো দেশের উইকেটে খেলার সামর্থ হারাচ্ছে । ’

ইউসুফ বিশেষ করে গত ২০১৪-১৫ আমিরাত সিরিজে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের টেস্টের উদাহারণ দিয়েছেন। যেখানে পাকিস্তানি ব্যাটসম্যানরা নয়টি সেঞ্চুরি করে দুটি ম্যাচই জিতেছে। আর চলমান ইংল্যান্ড সফরে দুটি ম্যাচে মাত্র একটি সেঞ্চুরি করেছে দেশটির ব্যাটসম্যানরা।

আমিরাত থেকে সরে বাংলাদেশ বা শ্রীলঙ্কায় সিরিজ আয়োজনের ইঙ্গিত দিয়ে ইউসুফ বলেন, ‘শ্রীলঙ্কা ও বাংলাদেশ আমাদের জন্য আরও ভালো জায়গা। সেখানকার কন্ডিশনও আমাদের ক্রিকেটের জন্য বেশ উপযুক্ত। ’

২০০৯ সালের মার্চে লাহোরে শ্রীলঙ্কান ক্রিকেট দলের ওপর সন্ত্রাসী হামলা হয়। এরপর থেকেই পাকিস্তানে টেস্টের শীর্ষ কোন দল সফর করেনি।

এদিকে আজ (বুধবার, ০৩ আগস্ট) এজবাস্টনে পাকিস্তান বনাম ইংল্যান্ডের তৃতীয় টেস্ট শুরু হয়েছে। যেটি আবার ইংলিশরা ঘরের মাঠে ৫০০তম টেস্ট আয়োজনের মাইলফলক স্পর্শ করলো। আর ম্যাচের আগে পাক অধিনায়ক মিসবাহ উল হক জানিয়েছেন নিজেদের দেশে ম্যাচ না খেলার ফলে পিছিয়ে পড়ছে তারা।

বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, ০৩ আগস্ট, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।