ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ভারত সফর আহামরি দেখছেন না পাপন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৬ ঘণ্টা, আগস্ট ৩, ২০১৬
ভারত সফর আহামরি দেখছেন না পাপন নাজমুল হাসান পাপন-ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: ২০০০ সালে টেস্টে র্মযাদা পাওয়ার পর সব দেশেই  টেস্টে সিরিজি খেলেছে বাংলাদেশ। তবে শুধু মেলেনি ভারতীয় ক্রিকেট র্বোর্ডের আমন্ত্রণ! এক মাত্র টেস্ট ম্যাচ খেলতে এ বছরের সেপ্টেম্বরে টাইগারদের ভারতে যাওয়ার কথা থাকলেও টিম ইন্ডিয়ার ব্যস্ত সূচির জন্য সেটিও বাতিল  হয়ে যায়।

২০১৭ সালের জানুয়ারি-ফেব্রুয়ারিতে বাংলাদেশের সঙ্গে সিরিজের পরিবর্তিত সময় নির্ধারণ করে বিসিসিআই।    

 

 
অবশেষে তাদের সেই সিদ্ধান্তই বলবত থাকলো। সে অনুযায়ী ২০১৭ সালের ৮-১২ ফেব্রুয়ারি হায়দ্রাবাদে বাংলাদেশের বিপক্ষে একমাত্র সিরিজের সূচি ঘোষণা করেছে বিসিসিআই। বুধবার (৩ আগস্ট) দুপুরে তারা  বহুল প্রতীক্ষিত এই সিরিজের ঘোষণা দেয়।  
 
মজার ব্যাপার হলো ভারতের বিপক্ষে এই একটি মাত্র টেস্ট ম্যাচকে বাংলাদেশের ক্রিকেটের উন্নয়নের নির্ণায়ক হিসেবে মনে করছেন না বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। পাশাপাশি তিনি এও মনে করেন ভারতের বিপক্ষে এই সিরিজ এমন কোন আহামরি ঘটনা নয়। ‘একটি মাত্র টেস্ট ম্যাচ। আমাদের ক্রিকেটের উন্নতির জন্য যে বিরাট কিছু তা কিন্তু না। যেহেতু আমরা টেস্ট মর্যাদা পাবার পর ভারতে কোন টেস্ট ম্যাচ খেলিনি তাই ওদের মাটিতে খেলা বোর্ডের জন্য একটা চ্যালেঞ্জ ছিল।   শেষ পর্যন্ত ওরা সূচি ঘোষণা করেছে তাই এটা আমাদের জন্য একটি স্বস্তি। ’
 
তবে দেশের ক্রিকেটের মান উন্নয়নের নির্ণায়ক না হলেও ভারতের মাটিতে বাংলাদেশের একমাত্র টেস্ট ম্যাচটি  দুই দেশের ক্রিকেটীয় সম্পর্ককে আরও দৃঢ় করতে সহায়তা করবে বলে মনে করেন এই বিসিবি বস। ‘এটা আরও আগে হওয়ার কথা ছিল। কিন্তু শেষ মুহূর্তে পিছিয়ে যাওয়ায় আমরা ভয় পেয়ে যাচ্ছিলাম। তবে আমাদের আত্মবিশ্বাস ছিল। এখন যেহেতু সূচি প্রকাশিত হয়েছে তাই ভালো লাগছে অন্তত এই ভেবে যে শুরুটা হয়েছে। এটা হলে আমার মনে হয় দুই দেশের জন্যই ভালো হবে। ’
 
বাংলাদেশ সময়: ১৯২৩ ঘণ্টা, ৩ আগস্ট, ২০১৬
এইচএল/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।