ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

সর্বকালের সেরা একাদশে নেই পাকিস্তান-ক্যারিবীয় গ্রেটরা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৩ ঘণ্টা, আগস্ট ৪, ২০১৬
সর্বকালের সেরা একাদশে নেই পাকিস্তান-ক্যারিবীয় গ্রেটরা ছবি: সংগৃহীত

ঢাকা: ভারতীয় কিংবদন্তি সাবেক দলপতি সৌরভ গাঙ্গুলী সর্বকালের সেরা ক্রিকেটারদের নিয়ে তার পছন্দের একাদশ সাজিয়েছেন। যেখানে নিজ দেশের দুই ক্রিকেট গ্রেটকে রেখেছেন ‘প্রিন্স অব কলকাতা’।

গাঙ্গুলীর বাছাই করা সর্বকালের সেরা একাদশে অস্ট্রেলিয়ার লিজেন্ড ক্রিকেটারদের আধ্যিক রয়েছে। তার এই একাদশে রয়েছেন শ্রীলঙ্কা আর দক্ষিণ আফ্রিকার সাবেক কিংবদন্তিরা। আরও রয়েছেন ইংল্যান্ডের টেস্ট দলে এখনও খেলা চালিয়ে যাওয়া নিয়মিত দলপতি অ্যালিস্টার কুক। তবে, গাঙ্গুলী তার সেরা একাদশে রাখেননি কোনো পাকিস্তানি লিজেন্ডকে। জায়গা হয়নি কোনো ক্যারিবীয় তারকার।

গাঙ্গুলীর সেরা একাদশের নেতৃত্বভার রয়েছে অজি সাবেক দলপতি রিকি পন্টিংয়ের কাঁধে। আর উইকেটরক্ষক হিসেবে রয়েছেন লঙ্কান গ্রেট কুমার সাঙ্গাকারা।

গাঙ্গুলীর দলে দীর্ঘ দিনের সতীর্থ শচীন টেন্ডুলকার আর রাহুল দ্রাবিড়কে রাখা হয়েছে। তবে, শচীনকে দিয়ে তিনি ওপেনিংয়ের পক্ষপাতি নন বলে ব্যাটিং উদ্বোধনে তিনি একাদশ সাজিয়েছেন অজি ওপেনার ম্যাথিউ হেইডেন আর ইংল্যান্ডের অ্যালিস্টার কুককে দিয়ে। তিন নম্বরে ব্যাট হাতে তিনি দায়িত্ব দিয়েছেন ভারতের ‘দ্য ওয়াল’ খ্যাত দ্রাবিড়কে। চার নম্বরে নামবেন মাস্টার-ব্লাস্টার ভারতের ব্যাটিং ইশ্বর শচীন।

পাঁচ নম্বরে রয়েছেন প্রোটিয়া অলরাউন্ডার জ্যাক ক্যালিস। ব্যাটিং অর্ডারে এরপর রয়েছেন কুমার সাঙ্গাকারা এবং রিকি পন্টিং।

সর্বকালের সেরা বোলারদের মধ্যে পাকিস্তানের ওয়াসিম আকরাম, সাকলাইন মুসতাক, মুসতাক আহমেদ, ওয়াকার ইউনুস, ইমরান খানদের এই একাদশে রাখা হয়নি। জায়গা পাননি ওয়েস্ট ইন্ডিজের কোর্টনি ওয়ালস আর কার্টলি অ্যামব্রোস। ব্যাটসম্যানদের তালিকায় নেই পাকিস্তানের কিংবদন্তি জাভেদ মিয়াদাদ, জহির আব্বাস, সাঈদ আনোয়ার, ইনজামাম উল হক, ক্যারিবীয় কিংবদন্তি গ্যারি সোবার্স, ব্রায়ান লারা, অজি লিজেন্ড ডন ব্রাডম্যানরা।

তবে, ৭-৪ কম্বিনেশনে গাঙ্গুলী তার একাদশ সাজিয়েছেন নিজের মতো করেই। তার একান্ত ব্যক্তিগত এই একাদশে পেস বোলিং আক্রমণে রয়েছেন অজি তারকা গ্লেন ম্যাকগ্রা আর প্রোটিয়া গতি দানব ডেল স্টেইন। স্পিনার হিসেবে অজি জাদুকর শেন ওয়ার্ন আর লঙ্কান গ্রেট মুত্তিয়া মুরালিধরনকে সর্বকালের সেরা একাদশে রেখেছেন গাঙ্গুলী।

গাঙ্গুলীর সর্বকালের সেরা একাদশ:
রিকি পন্টিং (অধিনায়ক), কুমার সাঙ্গাকারা (উইকেটরক্ষক), অ্যালিস্টার কুক, ম্যাথিউ হেইডেন, শচীন টেন্ডুলকার, রাহুল দ্রাবিড়, জ্যাক ক্যালিস, ডেল স্টেইন, মুত্তিয়া মুরালিধরন, গ্লেন ম্যাকগ্রা এবং শেন ওয়ার্ন।

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, ০৪ আগস্ট ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।