ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

অ্যান্ডারসনের বাংলাদেশ আক্ষেপ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩৬ ঘণ্টা, আগস্ট ৫, ২০১৬
অ্যান্ডারসনের বাংলাদেশ আক্ষেপ ছবি: সংগৃহীত

ঢাকা: ক্রিকেট ইতিহাসের প্রথম পেসার হিসেবে টেস্ট খেলুড়ে সাতটি দেশের বিপক্ষে পঞ্চাশ বা তার বেশি উইকেট নেওয়ার রেকর্ড গড়েছেন জেমস অ্যান্ডারসন। তবে টেস্ট ও ওয়ানডেতে ইংল্যান্ডের সর্বকালের সর্বোচ্চ উইকেটশিকারীর আক্ষেপের নাম বাংলাদেশ ও জিম্বাবুয়ে।

এ দুই দেশের বিপক্ষে মাত্র দু’টি করে ম্যাচ খেলায় এমন মাইলফলক ছোঁয়া থেকে অনেকটা দূরেই ৩৪ বছর বয়সী এ ফাস্ট বোলার।

চলমান এজবাস্টন টেস্টের প্রথম ইনিংসের দ্বিতীয় দিন শেষে ইংলিশদের চেয়ে এখনো ৪০ রানে পিছিয়ে পাকিস্তান। স্কোর তিন উইকেটে ২৫৭। দ্বিতীয় উইকেটে সামি আসলামের (৮২) রান আউটের মধ্য দিয়ে আজহার আলীর (১৩৯) সঙ্গে ১৮১ রানের পার্টনারশিপ ভাঙে।

তার আগে ইনিংসের প্রথম ওভারেই মোহাম্মদ হাফিজকে (০) সাজঘরে পাঠান অ্যান্ডারসন। এতেই রেকর্ড বুকে জায়গা করে নেন ইংলিশ আইকন। আজহারের উইকেটটি নেন ক্রিস উকস।

ইংল্যান্ডের জার্সি গায়ে এখন পর্যন্ত ১১৮ টেস্টে (এজবাস্টন টেস্ট সহ) ৪৫৯টি উইকেট নিয়েছেন অ্যান্ডারসন। টেস্ট খেলুড়ে দেশগুলোর বিপক্ষে তার উইকেট সংখ্যা তুলে ধরা হলো:

# বাংলাদেশ ২ ম্যাচ ৯ উইকেট
# অস্ট্রেলিয়া ২৬ ম্যাচ ৮৭ উইকেট
# ভারত ১৯ ম্যাচ ৮২ উইকেট
# পাকিস্তান ১২ ম্যাচ ৫০ উইকেট
# শ্রীলঙ্কা ১১ ম্যাচ ৫১ উইকেট
# ওয়েস্ট ইন্ডিজ ১৪ ম্যাচ ৫৩ উইকেট
# দক্ষিণ আফ্রিকা ২০ ম্যাচ ৬৪ উইকেট
# নিউজিল্যান্ড ১২ ম্যাচ ৫২ উইকেট
# জিম্বাবুয়ে ২ ম্যাচ ১১ উইকেট

বাংলাদেশ সময়: ০০৩৬ ঘণ্টা, আগস্ট ৫, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।