ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

অধিনায়কত্ব হারাচ্ছেন ড্যারেন স্যামি!

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৭ ঘণ্টা, আগস্ট ৬, ২০১৬
অধিনায়কত্ব হারাচ্ছেন ড্যারেন স্যামি! ড্যারেন স্যামি-ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: অফিসিয়ালি কিছু না জানা গেলেও ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি দলের অধিনায়কের পদটিতে আর থাকতে পারছেন না ড্যারেন স্যামি। নিজের ফেসবুক পেজে এক ভিডিও’র মাধ্যমে স্যামি জানান, নির্বাচক কমিটির চেয়ারম্যান তাকে এক ফোন কলের মাধ্যমে অধিনায়ক থেকে ছেটে ফেলার ইঙ্গিত দেন।

এমনকি দলেও যায়গা হারাতে পারেন বলে জানায়।

ভিডিওতে স্যামি বলেন, ‘গতকাল সকালে আমি একটি ফোন পাই। আমার সঙ্গে ৩০ সেকেন্ডের মতো কথা হয়। নির্বাচন প্যানেলের চেয়ারম্যান আমাকে বলেন, আমার নেতৃত্ব পর্যালোচনা করা হবে। আমি আর টি-টোয়েন্টি দলের অধিনায়ক থাকছি না। এছাড়া আমার পারর্ফমও ভালো না, সুতরাং স্কোয়াড থেকেও বাদ পড়তে পারি। ’

এই স্যামিই ক’দিন আগে ওয়েস্ট ইন্ডিজকে দ্বিতীয়বারের মতো টি-২০ বিশ্বকাপ এনে দিয়েছিলেন। হয়তো বোর্ডের সঙ্গে বাজে সম্পর্কের কারণে এমনটি হচ্ছে বলে ধারণা করা হচ্ছে।

ক্যারিবীয়দের নেতা হিসেবে ২০১০ সালে ওয়ানডে দলে অভিষেক হয় স্যামির। একই বছর শ্রীলঙ্কা সফরে টেস্ট ও ওডিআই দলে অধিনায়ক হিসেবে পাকাপাকি হন তিনি। আর ২০১১ সালে টি-২০’র দলনেতা হন স্যামি। তবে ২০১৩ সালে টেস্ট ও ২০১৫ সালে ওয়ানডে দল থেকে বাদ পড়েন এই তারকা। এবার কি বোর্ডের সঙ্গে বিরোধিতার জের ধরে সংক্ষিপ্ত ফরমেটের দল থেকেও বাদ পড়তে যাচ্ছেন তিনি?

বাংলাদেশ সময়: ১৪২৩ ঘণ্টা, ০৬ আগস্ট, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।