ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

রোববার ফিরছেন টাইগার কোচ হাথুরুসিংহে

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৭ ঘণ্টা, আগস্ট ৬, ২০১৬
রোববার ফিরছেন টাইগার কোচ হাথুরুসিংহে

ঢাকা: লম্বা ছুটি শেষে আগামীকাল (৭ আগস্ট) ঢাকায় আসছেন বাংলাদেশ জাতীয় দলের কোচ চন্ডিকা হাথুরুসিংহে। আগামীকাল রাত ১০টায় এ টাইগার কোচের ঢাকায় ফেরার কথা।

বিসিবির একটি সূত্র বাংলানিউজকে এটি নিশ্চিত করেছে।

হাথুরুসিংহে ফেরার আগেই ঢাকায় ফিরেছেন ফিল্ডিং কোচ রিচার্ড হ্যালসেল ও কন্ডিশনিং কোচ মারিও ভিল্লাভারায়ন। শুক্রবার ঢাকায় ফেরেন হ্যালসেল। শনিবার ফেরেন ভিল্লাভারায়ন।

বিদেশি কোনো কোচিং স্টাফ ছাড়াই শুরু হয় ইংল্যান্ড সিরিজের জন্য জাতীয় দলের কন্ডিশনিং ক্যাম্প। যদিও ক্যাম্পের শুরু থেকেই স্ট্রেন্থ এন্ড কন্ডিশনিং কোচ মারিও ভিল্লাভারায়নের থাকার কথা ছিল। কিন্তু পারিবারিক জটিলতার কারণে তার ফিরতে বিলম্ব হওয়ায় স্থানীয় ট্রেনারের অধীনে চলে কন্ডিশনিং ক্যাম্প।

স্কিল ক্যাম্পের আগে বাকি সবার ছুটি কাটিয়ে ঢাকায় চলে আসার সূচি ছিল। স্কিল ক্যাম্প শুরুর আগেই ফিরতে শুরু করেছেন কোচিং স্টাফরা।

গুলশান ও শোলাকিয়ায় সন্ত্রাসী হামলার পর বিদেশি কোচিং স্টাফদের বাংলাদেশে ফেরা নিয়ে শঙ্কা দেখা দেয়। সব অনিশ্চয়তা-শঙ্কা পেছনে ফেলে ঢাকায় আসতে শুরু করেছেন বিদেশি কোচিং স্টাফরা। কাল-পরশুর মধ্যেই প্রাথমিক স্কোয়াডে থাকা ক্রিকেটারদের নিয়ে পুরোদমে কাজ শুরু করবেন তারা।

বাংলাদেশ সময়: ২০৫৩ ঘণ্টা, ০৬ আগস্ট ২০১৬
এসকে/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।