ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বুলাওয়েতে কিউই ব্যাটসম্যানদের আধিপত্য

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০৩ ঘণ্টা, আগস্ট ৭, ২০১৬
বুলাওয়েতে কিউই ব্যাটসম্যানদের আধিপত্য

ঢাকা: বুলাওয়ে টেস্টের প্রথম দিনটি শুধুই সফরকারী নিউজিল্যান্ডের। স্বাগতিক জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম দিন কিউইরা ২ উইকেট হারিয়ে তুলেছে ৩২৯ রান।

প্রথম টেস্ট জিতে ইতোমধ্যেই দুই ম্যাচ সিরিজে এগিয়ে কেন উইলিয়ামসনের দল।

৮৯.৫ ওভার ব্যাট করে প্রথম দিন শেষ করে নিউজিল্যান্ড। দিনের এক বল বাকি থাকতে বিদায় নেন ওপেনার টম ল্যাথাম। তবে, বিদায় নেওয়ার আগে যা করার করে গেছেন এই কিউই ব্যাটসম্যান। ২৬৯ বলে ১১টি বাউন্ডারিতে ১৩৬ রান করেন তিনি।

আরেক ওপেনার মার্টিন গাপটিল মাত্র ১৩ রানের জন্য শতক বঞ্চিত হন। তার ৮৭ রানের ইনিংসে ছিল ১১টি চার আর একটি ছক্কা। ১৪৯ বলে তিনি তার ইনিংসটি সাজান। ওপেনিং জুটিতে গাপটিল-ল্যাথাম ১৬৯ রান তোলেন।

গাপটিলের বিদায়ে তিন নম্বরে ব্যাট হাতে নামেন দলপতি কেন উইলিয়ামসন। দিনশেষে কিউই অধিনায়ক ৯৫ রানে অপরাজিত। তার ১২৮ বলে সাজানো ইনিংসে ৮টি বাউন্ডারির মার। ল্যাথাম-উইলিয়ামসন স্কোরবোর্ডে যোগ করেন আরও ১৬০ রান।

জিম্বাবুয়ের বোলারদের মধ্যে একটি করে উইকেট পান তিরিপানো এবং শেন উইলিয়ামস।

বাংলাদেশ সময়: ০০১০ ঘণ্টা, ০৭ আগস্ট, ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।